323506

‘ছদ্মনামে’ পালিয়ে থাকা হানিফ ২৩ বছর পর গ্রে’প্তার

নিউজ ডেস্ক।। করোনাভাইরাসের আ’তঙ্কে আপন বড় ভাইয়ের বাড়িতে আশ্রয় নিতে এসে গ্রে’প্তার হলেন পালিয়ে থাকা যা’বজ্জীবন দ’ণ্ডপ্রাপ্ত আ’সামি হানিফ সরদার (৫৫)। প’লাতক থাকার ২৩ বছর পর গ্রে’প্তার হলেন তিনি। হানিফ সরদার বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর এলাকার বাসিন্দা।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রকিব আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘১৯৯৭ সালে হিজলা থানায় হানিফ সরদারের বি’রুদ্ধে নারী ও শিশু অ’পব্যবহার দ’মন আ’ইনে মা’মলা হয়। এরপর থেকেই প’লাতক ছিলেন তিনি। তার অনুপস্থিতিতে আদালত মা’মলার বি’চারকার্য সম্পন্ন করে তাকে যা’বজ্জীবন কা’রাদণ্ড দেন। পাশাপাশি তার বি’রুদ্ধে গ্রে’প্তারি প’রোয়ানা জা’রি করা হয়।’

রকিব আরও জানান, দেশের বিভিন্ন এলাকায় ছদ্মনামে পালিয়ে থাকায় পুলিশ এতদিন হানিফকে গ্রে’প্তারে করতে পারেনি। গতকাল বুধবার বিকেলে গো’পন সংবাদের ভিত্তিতে অ’ভিযান চালিয়ে হিজলার হরিনাথপুরে হানিফের বড় ভাইয়ের বাড়ি থেকে তাকে গ্রে’প্তার করা হয়। করোনাভাইরাসের আ’তঙ্কে তিনি সেখানে আ’শ্রয় নিতে আসেন।

আজ বৃহস্পতিবার হানিফকে আ’দালতে তোলা হলে বি’চারক তাকে জে’লহা’জতে পাঠান বলেও জানান বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার।

ad

পাঠকের মতামত