323205

করোনা প্রতিরো’ধে ব্যর্থ, প্রধানমন্ত্রীকে পেছনঘুরে ‘গার্ড অব ডিজঅনার’ দেখালেন চিকিৎসকরা!

আন্তর্জাতিক ডেস্ক : দেশের প্রধানমন্ত্রীকে পেছনঘুরে ‘গার্ড অব ডিজঅনার’ দেখালেন চিকিৎসকরা। শেষপর্যন্ত ঘটনাস্থল থেকে ফিরে আসতে বাধ্য হন অপমানিত রাষ্ট্রপ্রধান।

করোনা প্র’তিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় এভাবেই স্বাস্থ্যকর্মীদের তিরস্কারের মুখে পড়েন বেলজিয়ামের প্রধানমন্ত্রী।

জানা যায়, দেশের করোনা চিকিৎসার খোঁজ খবর নিতে ব্রাসেলেসের সেন্ট পিটার হাসপাতালে যান বেলজিয়ামের প্রধানমন্ত্রী সোফি উইলমেস। হাসপাতালে প্রবেশের রাস্তায় চিকিৎসকরা পেছনফিরে দাঁড়িয়ে ‘গার্ড অব ডিজঅনার’ দেন তাকে।

করোনা মো’কাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার অভিযোগে এই মৌন প্র’তিবাদের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তাদের কাজের সময় বাড়িয়ে দেওয়ায় তারা এমনিতেই যথেষ্ট ক্ষি’প্ত ছিলেন। অপমানিত উইলমেস এরপর সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমি মনে করছি এই প্রতিবাদের অর্থ আলোচনায় বসার আহ্বান।’

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রধানবমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সোফি উইলমেস। এর আগে তিনি বেলজিয়ামের অর্থমন্ত্রী ছিলেন। সেই সময় স্বাস্থ্য খাতে ব্যয় বরাদ্দ অনেকটাই কমিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরু’দ্ধে।

ad

পাঠকের মতামত