321983

বিল গেটস চার বছর আগে ট্রাম্পকে স’তর্ক করেছিলেন

আন্তর্জাতিক ডেস্ক।। সম্ভাব্য মহামারি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চার বছর আগে স’তর্ক করেছিলেন বিল গেটস। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এবং রক্ষণশীল দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ২০১৬ সালের ডিসেম্বরে ট্রাম্পের সঙ্গে আলাপকালে সম্ভাব্য একটি ‘বি’পজ্জনক ম’হামারি’ নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করা হয়েছিল।

ওয়াল স্ট্রিট জার্নাল সোমবার (১১ মে) প্রকাশিত এক প্রতিবদেনে বলেছে, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ওই সময় ট্রাম্প টাওয়ারে বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তখন তিনি সম্ভাব্য মহামারি থেকে মার্কিনিদের রক্ষার প্রস্তুতি নেয়ার পরমার্শ দিয়েছিলেন।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন তাদের প্রত্যেককে একই কথা বলেছিলেন গেটস।

এর আগে ২০১৫ সালের ‘টেড টকে’ ভয়াবহ বৈশ্বিক ঝুঁ’কি নিয়ে আলোচনা করেছিলেন বিল গেটস।

ad

পাঠকের মতামত