320013

নিজেদের সুরক্ষায় লকডাউন উঠে গেলেও এই অভ্যাসগুলি ছাড়বেন না

নিউজ ডেস্ক।। লকডাউনের দিনগুলো ফুরিয়ে আসছে। তবে তার পর যে লকডাউন পুরোপুরি উঠে যাবে, তা নি’শ্চিত ভাবে এখনও বলা যাচ্ছে না। লকডাউনের মেয়াদ আরও বাড়বে কি না, বাড়লে কত দিনের জন্য, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। অনুমান, সং’ক্র’মণের হার যে সব অঞ্চলে বেশি, সেখানে লকডাউনের ক’ড়াক’ড়ি বহাল রেখে সং’ক্র’মণ-মুক্ত বাকি এলাকায় শিথিল করা হবে কিছু নিয়মকানুন।

সে ক্ষেত্রে ধাপে ধাপে উঠতে পারে লকডাউন। কিন্তু নিয়মকানুন শিথিল হলেও মাথায় রাখা দরকার, সরকারি নিয়ম যাই হোক না কেন, ব্যক্তিগত ভাবেও আপনাকে কিছু নিয়ম মেনে চলতেই হবে। কারণ, বিশেষজ্ঞেরা বার বার বলছেন, লকডাউন দিয়ে করোনা ভাইরাসকে পুরোপুরি দ’মন করা সম্ভব নয়। তার সং’ক্র’মণের গতি বড়জোর কিছুটা রু’খে দেওয়া যায়। ফলে, সেই ফাঁকে রো’গ প্রতিরো’ধের ক্ষেত্রে আমাদের প্রস্তুতির জন্য বাড়তি কিছুটা সময় পাওয়া যায়।

তাই লকডাউন থাকুক বা না থাকুক, নিরা’পদ থাকার জন্য আমাদেরই সাব’ধান হত‌ে হবে। কারণ, সং’ক্র’মণ আপাতত কমে গেলেও পরে যে তা আবার বাড়বে না, তারও কোনও নি’শ্চ’য়তা নেই। তাই জেনে নেওয়া ভাল, লকডাউন উঠে গেলেও কী কী সাব’ধানতা মেনে আমাদের চলতেই হবে। চলতে হবে আমাদের পরিবারের অন্য সদস্যদেরও।

হাত ধোওয়ার অভ্যাস ছাড়বেন না : কোভিডের প্রাদু’র্ভাবের পর থেকেই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার প্রব’ণতা আগের চেয়ে বেড়েছে। সেই অভ্যাস লকডাউন উঠে গেলেও বজায় রাখতে হবে। বাইরে থেকে ঘরে ঢুকে জামাকাপড় বদলে ফেলুন, সাবান দিয়ে খুব ভালো করে হাত-পা ধুয়ে ফেলুন। এমনকী, করোনা-আত’ঙ্ক পুরোপুরি মিটলেও এই অভ্যাসটা ধ’রে রাখতে হবে। তাতে আরও অনেক রো’গ-ব্যা’ধি থেকে দূরে থাকতে পারবেন।

মাস্ক পরা ব’ন্ধ করা উচিত নয় : কোনও কারণে বাড়ির বাইরে যেতে হলে মাস্ক বা ওড়না বা স্কার্ফ দিয়ে ভাল ভাবে নাক-মুখ ঢেকে রাখুন। তাতে শুধু কোভিড নয়, বাতাসের ধুলো, ময়লা, দূষ’ণের হাত থেকেও রক্ষা পাবেন।

ভিড় এড়িয়ে চলার অভ্যাস বজায় রাখুন : যে কোনও জনবহুল এলাকা এখন আগামী কয়েক মাসের জন্য এড়িয়ে যাওয়াই ভাল। দোকানবাজারে বেশি লোক জমে গেলে দূরে দাঁড়িয়ে অপেক্ষা করুন। বা, অন্য দোকানে যান। ট্রাম, বাস, মেট্রোয় খুব ভিড় থাকলে উঠবেন না। সে জন্য হাতে যথেষ্ট সময় নিয়ে বেরবেন। যাতে ফাঁ’কা পরিবহণ না পেলে কিছুটা সময় অপেক্ষা করতে পারেন।

নিজের স্বাস্থ্যবিধি মেনে চলুন সব সময় : সর্দি-কাশি হলেই রুমাল বা টিস্যু পেপার সঙ্গে রাখুন। হাঁচি, কাশির সময় মুখ, নাক ঢেকে নিতে ভুলবেন না। একাধিক রুমাল সঙ্গে রাখুন। যাতে প্রয়োজন হলে বদলে নিতে পারেন। রুমাল প্রতি দিন ব্যবহারের পর ভাল ভাবে জলে ধুয়ে ও রোদে শুকিয়ে নেবেন।

রেস্তোঁরা, পাব, পার্টি যতটা সম্ভব এড়িয়ে চলে হবে : আপাতত বেশ কয়েক মাস এই সব থেকে দূরে থাকতেই হবে। শুধু রেস্তোঁরা বা পার্টিই নয়, এড়িয়ে চলতে হবে সিনেমাহল বা থিয়েটারও। ভিড় বেশি হয়, এমন সব জায়গাই এড়িয়ে চলতে হবে। বাড়িতেও বড় পার্টি, বেশি লোকজন নেমন্তন্ন করা, এই সব কিছু দিনের জন্য হলেও বন্ধ রাখতে হবে।

লকডাউন উঠলেই বাইরে বেড়াতে যাবেন না : লকডাউন শেষ হলেই মুক্তি পেয়েছেন ভেবে হুট করে বাক্স, প্যাঁটরা নিয়ে বাইরে ক’দিনের জন্য বেড়াতে চলে যাবেন না। আপাতত আরও কয়েক মাস নিরা’পদ বাড়ি বা নির্দিষ্ট এলাকার ঘে’রাটোপেই থাকুন।

ad

পাঠকের মতামত