319901

ইরফানের মৃ’ত্যু, যাবলেন মোস্তফা সারয়ার ফারুকী

বিনোদন ডেস্ক।। হলিউড-বলিউডের বাইরে প্রয়াত ইরফান খানকে দেখা গেছে বাংলাদেশের চলচ্চিত্রেও। ফলে বাংলাদেশর দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয় তিনি।

বাংলাদেশের ‘ডুব’ ছবিতে অভিনয় করে দেশের দর্শকদের কাছে জনপ্রিয়তার পাশাপাশি আপনও হয়ে উঠেছিলেন। ২০১৭ সালের ২৭ অক্টোবর মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘ডুব’ ছবিটি। বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ায় একযোগে মুক্তি পায় এই চলচ্চিত্র ।

এটি পরিচালনা করেন মোস্তফা সরয়ার ফারুকী। পরিচালনার সূত্রধরেই তাদের দুজনের দারুন বন্ধুত্ব গড়ে উঠে। ‘ডুব’ ছবি পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির গল্প ও চিত্রনাট্য করেছেন ফারুকী। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, ভারতের এস কে মুভিজ ও ইরফান খান ফিল্মস।

অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজকও ছিলেন ইরফান খান। ঘুম থেকে উঠে এই অভিনেতার মৃত্যুর খবর শুনলেন ফারুকী। তিনি বলেন, দিনটা শুরু হলো অবিশ্বাস্য খারাপ খবর দিয়ে। এতো খারাপ খবর যে কিছুই বলার নেই। খবরটি শুনার পর কিছুক্ষণ নির্বাক হয়েছি। ইচ্ছে করছে শেষ দেখাটা দেখে আসতে। কিন্তু সেটা সম্ভব নয়।

কোলন ইনফেকশন নিয়ে গতকাল মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টা পর মারা গেছেন ব্যতিক্রমী ধারার বলিউড-হলিউড অভিনেতা ইরফান খান।

ad

পাঠকের মতামত