319819

চায়ের দোকান খোলা যাবে, কিন্তু আড্ডা মারা চলবে না: মমতা

ডেস্ক রিপোর্ট।। ভারতে রেড জোন ছাড়া দোকানপাট খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তা নিয়ে কেন্দ্রের সমালোচনা করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ৪ মে থেকে রাজ্যের গ্রিন জোনে বেশ কিছু ছাড় ঘোষণা করেছেন তিনি।

জানিয়ে দিয়েছেন, গ্রিন জোনে রেড জোনের মতো কড়াকড়ি থাকবে না। তবে চা ও পানের দোকানগুলোতে আগের মতো আড্ডাবাজি চলবে না। চা বা পান-বিড়ির দোকান থেকে দরকারি জিনিস কিনে বাড়ি ফিরে যেতে হবে। তা না হলে বন্ধ করে দেওয়া হবে দোকান।

তবে রেড জোনে পুরোপুরি লকডাউন চলবে। সে সঙ্গে গ্রিন ও অরেঞ্জ জোনেও হকার্স কর্নার খুলবে না, খুলবে না ফুটপাতের দোকান। বন্ধ থাকবে শপিং মলও। ছোট স্টেশনারি দোকান, বইয়ের দোকান, রঙের দোকান, ইলেকট্রিক সামগ্রীর দোকান, মোবাইল চার্জের দোকান খোলা থাকবে। আয়রন স্টিল কোম্পানি, ছোট ছোট কারখানা খোলা থাকবে। তবে, বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব।

মমতা বলেন, মে মাসের শেষ পর্যন্ত অত্যন্ত গু’রুতর সময় বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তাই খুব সতর্ক থাকা দরকার।

ad

পাঠকের মতামত