
রূপ পাল্টাচ্ছে করোনা, দেশে ভাইরাসটির জেনোম সিকোয়েন্স জরুরি
ডেস্ক রিপোর্ট।। করোনা ভাইরাসের সং’ক্রম’ণ রোধে এর জেনোম সিকোয়েন্স জানাটা অ’ত্যন্ত জরুরি। কারণ প্রতিনিয়ত রূপ বদল করছে ভাইরাসটি। যাতে ব্যাহত হচ্ছে, দ্রুত প্রতিষেধক তৈরির কাজ। তাই বিভিন্ন দেশ জেনোম সিকোয়েন্স তৈরি করলেও উদাসীন বাংলাদেশ।
এমনই অভিমত গবেষকদের। দেশ-কাল-পাত্রভেদে রূপ বদলাচ্ছ, নভেল করোনা ভাইরাস বা সার্স কভ টু। এ পর্যন্ত এর তিনশোর বেশি জেনোটাইপ মিলেছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে জার্মানির ডেটা ব্যাংকে পাঠানো সাড়ে ১২ হাজার তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
এরইমধ্যে যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রিটেনের মতো উন্নত দেশকে মৃত্যুপুরী বানিয়ে দিয়েছে বৈশ্বিক এই মহামারি। সুখবরের বদলে আরও ভয়াবহ বিপর্যয়ের আভাস দিচ্ছেন গবেষকরা। তারা বলছেন, টিকে থাকার জন্য রূপ বদল করছে, ভাইরাসটি। যা আরও ভয়াবহ হতে পারে। এই পরিবর্তন প্রতিষেধক তৈরিতে করছে প্রতিবন্ধকতা।
প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, নেপাল ভাইরাসটির জেনোম সিকোয়েন্সে করেছে। কিন্তু, সক্ষমতা থাকা সত্ত্বেও এখনও সেদিকে খেয়াল নেই বাংলাদেশের। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যৎ পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশেরও উচিত ভাইরাসটির জিনোম সেকোয়েন্স তৈরিতে পদক্ষেপ নেয়া।