319712

ছবি যেনো শুধু ছবি নয়

ফেসবুকে ছবিটি শেয়ার করেছেন রিজওয়ানা নূপুর। খুব সাদামাটা অথচ ভীষণ সুন্দর, দুই শিশুর নিষ্পাপ মুখ।

একজন মন্তব্য করেছেন, ছবিটি সচেতনতা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আরেকজন লিখেছেন, চলে মনের জোর মানতে হবে সরকারের আদেশ।

একজন বলেছেন, নিয়ম রাখার চেষ্টা।

তবে যাই হোক, দেশের বিপুলসংখ্যক মানুষ যখন নিয়মনীতির ধার ধারছেন না, কোন সতর্কবাণী তাদের সচেতন করতে পারছে না; তখন এই ছবিটি হয়তো একটা ধাক্কা দেবে তাদের মরচে পড়া চেতনায়।

ad

পাঠকের মতামত