319692

সৌদি আরবের জেদ্দায় আরও ২ রেমিটেন্স যো’দ্ধার করোনায় মৃ’ত্যু

প্রবাস ডেস্ক।। সৌদি আরবের জেদ্দায় করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে আরও দুই বাংলাদেশির মৃ’ত্যু হয়েছে। গতকাল সোমবার পৃথক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃ’ত্যু হয়।

নিহত দুই বাংলাদেশি হলেন- ইসমাইল হোসেন সেলিম (৪৫)। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নের চাপরাশী গ্রামের বাসিন্দা। আর সেলিম উদ্দিন (৪৮) ফেনী জেলার সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা।

জানা যায়, ইসমাইল হোসেন জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে জেদ্দা কিং আবদুল আজিজ হাসপাতাল ভর্তি হন। হাসপাতালে তার শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। পরে শারীরিক অবস্থা অবনতি হলে তাকে আইসিউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে, সেলিম উদ্দিন জ্বর, সর্দি, কাশি নিয়ে জেদ্দার স্হানীয় একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার তিনি মা’রা যান।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, করোনায় দেশটিতে আ’ক্রা’ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৫২২ জন। এখন পর্যন্ত ১৩৯ জনের মৃ’ত্যু হয়েছে। মৃ’ত’দের মধ্যে ৪০ জন বাংলাদেশি রয়েছে। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ হাজার ৩৫৭ জন।

ad

পাঠকের মতামত