319629

দুই সন্তান নিয়ে ঘুমালেন রাতে, সকালে মিলল ধানক্ষেতে ন’গ্ন লাশ

নিউজ ডেস্ক।। বগুড়ার শাজাহানপুরের বেলগাড়ি বটতলা এলাকার ধান ক্ষেতে ধান ক্ষেত থেকে সালমা বেগম (২৬) নামের এক নারীর লা’শ উদ্ধার করেছে পু’লি’শ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে বাড়ির পাশের বেলগাড়ি বটতলা নামক স্থানে ধান ক্ষেতে সালমার গলায় ওড়না পেঁচানো লা’শ উ’দ্ধা’র করা হয়।

নি’হ’ত সালমা শাজাহানপুর উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া গ্রামের শাহেদ আলীর মেয়ে। জানা গেছে, গাবতলী উপজেলার তরনীহাট গ্রামের সোহেল রানার সাথে সালমা বেগমের বিয়ে হয়েছিল। তাদের সংসারে জান্নাতি (৯) ও আল আমিন (৬) নামে দুটি সন্তান রয়েছে। কয়েক বছর আগে স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর থেকে সালমা দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতেন।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন সালমা। ভোররাতে সাহরি খেতে মা ছাহেরা ওঠে দেখেন সালমা ঘরে নেই। তখন থেকেই সালমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে বাড়ির পাশের বেলগাড়ি বটতলা নামক স্থানে ধান ক্ষেতে সালমার গলায় ওড়না পেঁচানো লা’শ দেখে তার বাবাকে খবর দেন গ্রামের লোকজন। খবর পেয়ে পু’লি’শ গিয়ে লা’শ উদ্ধার করে ম’য়নাত’দন্তের জন্য ম’র্গে পাঠায়। শাজাহানপুর থা’না’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, লা’শে কোনো আ’ঘা’তের চিহ্ন নেই। তাকে কে বা কারা কেন কীভাবে হ’ত্যা করেছেন, তা তদ’ন্ত করে দেখা হচ্ছে।

ad

পাঠকের মতামত