319609

খোদার রহমত বর্ষন হয় যে আমলে

ধর্মবার্তা।। ১৪৪১ হিজরির রমজানুল মোবারকের রহমতের চতুর্থ দিন আজ। কথায় আছে, ভালো জিনিস বেশিক্ষণ থাকে না। তাই শেষ হওয়ার আগেই সময় কাজে লাগাতে হয়।

রমজান শুরু হতে না হতেই চোখের পলকে তিন দিন চলে গেল। দয়াময় আল্লাহর পক্ষ থেকে বর্ষিত রহমতের বর্ষণে আমরা ভিজতে পারছি তো?

রহমতের চাদরে নিজেকে মুড়ে নিতে বিশেষ একটি আমলের কথা সবাইকে জানাতে চাই। যেটি রমজানে একবার পাঠ করলেই আল্লাহর পক্ষ থেকে ৭০০ নেকি লেখা হবে। সুবহানাল্লাহ!

এই জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহতায়ালার কাছে সবচেয়ে দামি ও প্রিয় ব্যক্তির নাম হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

আল্লাহর কাছে পছন্দের, ভালোলাগার, ভালোবাসার যত মানুষ আছে, তাদের সবার শীর্ষে আমাদের মহানবী (সা.)। তাই তো তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তিনি বেহেশতে যাওয়ার আগে কারও জন্যই বেহেশতে প্রবেশের পারমিশন নেই।

ভয়ঙ্কর রোজ হাশরে উম্মতের সুপারিশের জন্য কোনো নবী (আলাহিমুসসালাম) যখন কারও ডাকে সাড়া দেবেন না, তখন আমাদের প্রিয় নবী (সা.) খোদা প্রদত্ত বিশেষ মর্যাদায় আল্লাহতায়ালার কাছে সুপারিশ করবেন। এবং আল্লাহতায়ালা তার সুপারিশ কবুল করবেন।

বুঝুন তা হলে মহানবীর মর্যাদা! যারা নবীজিকে (সা.) ভালোবাসে, তার জন্য জীবনবাজি রাখে, তার তরে জীবন উৎসর্গ করে তাদেরও আল্লাহপাক ভালোবাসেন, মর্যাদা দেন এবং তাদের ওপর রহমতের বারি বর্ষণ করেন। আর নবীজিকে ভালোবাসার অপার নিদর্শন তার প্রতি দরুদ ও সালাম পাঠ করা।

একবার যদি নবীজির ওপর দরুদ পাঠ করা হয়, সঙ্গে সঙ্গে আল্লাহতায়ালা পাঠকারীর ওপর ১০টি রহমত বর্ষণ করেন। যেটি আমরা দেখতে পাই আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত এক হাদিসে।

রাসুলে পাক (সা.) বলেন, যে আমার ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহতায়ালা তার ওপর ১০টি রহমত বর্ষণ করেন। [মুসলিম, হাদিস নং ৪০৮] আর রমজানে ১০ গিয়ে দাঁড়াবে সাতশতে। সুবহানাল্লাহ!

পাঠক! রমজান কিন্তু চলে যাচ্ছে। বুদ্ধিমান হয়ে থাকলে ঝটপট সিদ্ধান্ত নিন প্রত্যেক দিন আপনি দরুদ শরিফ কতবার পাঠ করবেন।

মনে রাখবেন, নবীজির ওপর মহব্বত যার যত বেশি, তার দরুদ পাঠের সংখ্যাও তত বেশি হবে।

পাক-ভারত উপমহাদেশে নবীজির একজন সাচ্চা আশেক ছিলেন সাইয়্যেদ আসআদ মাদানি (রহ.)। তিনি যখন অসুস্থ হয়ে দিল্লির এক হাসপাতালে ভর্তি ছিলেন, সেই সময়ও প্রত্যেক দিন ১০ হাজার বার দরুদ শরিফ পাঠ করতেন।

আর আমরা? মন্তব্য পাঠকের কাছে। আগে যা হয়েছে হয়েছে; তবে এখন থেকে সিদ্ধান্ত নিই। কমকরে হলেও প্রত্যেক দিন এক হাজার বার নবীজির ওপর দরুদ পাঠ করব ইনশাআল্লাহ।

আশেকে রাসুলদের কাছে এক হাজার কোনো সংখ্যাই নয়। দরুদ শরিফের মধ্যে দরুদে ইব্রাহিম, যেটি আমরা নামাজে পাঠ করে থাকি, সেটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।

আর সর্বাপেক্ষা ছোট ও সহজ দরুদ হচ্ছে ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’।

আশা করি দরুদের কল্যাণে আমাদের আগত দিনগুলো আরও বেশি রহমত ও বরকতময় হবে।

ad

পাঠকের মতামত