
রাজধানীর দেড় শতাধিক স্থানে ছড়িয়েছে সং’ক্রম’ণ
নিউজ ডেস্ক।। ঢাকা সিটিতে ক’রোনা’র সং’ক্র’মণ দ্রুতই বাড়ছে। পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে মৃ’ত্যু’র সংখ্যাও। রাজধানীতে মোট আ’ক্রা’ন্ত ২৭১৭ জন।
যা মোট আ’ক্রা’ন্তের ৫২ দশমিক ২৬ শতাংশ। কমপক্ষে দেড় শতাধিক স্থানে করোনার সং’ক্র’মণ ছড়িয়েছে। রাজধানীর ১৩ এলাকা করোনা ভাইরাসের রেড জোন বলছে সরকার।
সারাদেশে করোনা ভা’ইরাসে’র সং’ক্রম’ণ ঘটলেও রাজধানী ও ঢাকা বিভাগেই এখন পর্যন্ত সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজধানীর ১৩টি অঞ্চল চিহ্নিত হয়েছে শীর্ষ আ’ক্রা’ন্ত এলাকা হিসেবে। এলাকাগুলো হলো- রাজারবাগ(৯৯ জন শনাক্ত) , যাত্রাবাড়ী (৬৭ জন), লালবাগ(৫৯ জন), মোহাম্মদপুর(৫৪ জন), বংশাল(৪৭ জন), মুগদা( ৫১ জন),মহাখালী(৩৮ জন), মিটফোর্ড(৩৮ জন), মিরপুর-১৪(৩৬ জন), তেজগাঁও(৩৬ জন), ওয়ারী(৩৪ জন), শাহবাগ(৩৪ জন) কাকরাইল ও উত্তরায় (৩৩ জন করে রোগী পাওয়া গেছে।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের ক’রোনা’ভাইরাস সং’ক্রা’ন্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ৮ মার্চ দেশে প্রথম ক’রোনাভা’ইরাসে আ’ক্রা’ন্ত রোগী শনাক্ত হয়।
৫১তম দিনে আ’ক্রা’ন্ত রোগীর সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৯১৩ জনে দাঁড়িয়েছে। দেশের ৬৪ জেলার মধ্যে খাগড়াছড়ি, বান্দরবান, সাতক্ষীরা ও নাটোর- এ চার জেলা ছাড়া বাকি ৬০টি জেলায়ই করোনার সং’ক্র’মণ ঘটেছে। তবে করোনার ‘সং’ক্র’মণ সারাদেশে ঘটলেও মূলত রাজধানী ঢাকা ও ঢাকা বিভাগেই প্রায় ৮৫ শতাংশ রোগী এখন পর্যন্ত শনাক্ত হয়েছে। এরপর শীর্ষ আ’ক্রা’ন্ত এলাকা হিসেবে ওই ১৩টি স্থানের নাম উল্লেখ করেন ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে বলা হয়, দেশে মহামারি করো’নাভাই’রাসে আ’ক্রা’ন্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃ’ত্যু হয়েছে।
এ নিয়ে ভাইরাসটিতে ১৫২ জনের মৃ’ত্যু হলো। এর মধ্যে ৭৬ জনই ঢাকা সিটিতে মা’রা গেছেন।
ঢাকা বিভাগের অন্যান্য জেলায় আ’ক্রা’ন্তের সংখ্যা ১৬৮০ জন। মা’রা গেছেন ৫২ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১৩১ জন। উৎস: মানবজমিন।