319278

ভাইরাল, করোনায় মা’রা যাওয়া তরুণ স্ত্রী ও সন্তানের জন্য লিখেছিলেন শেষ চিঠি

ডেস্ক রিপোর্ট।। করোনায় কাঁপছে সারা বিশ্ব। এই মা’র’ণ ভাইরাসের সং’ক্রম’ণে বিশ্বজুড়ে বেড়েই চলছে মৃ’ত্যু’মিছিল। তবে সবচেয়ে বেশি বিধ্বস্ত আমেরিকা।

গত দু’মাসে এই আমেরিকাতেই মা’রা গেছেন প্রায় ৫০ হাজার মানুষ। আমেরিকার কয়েকটি শহর যেন মৃ’ত্যুপু’রী হয়ে ওঠেছে।

৩২ বছর বয়সী জন কোয়েলহো সম্প্রতি মা’রা গেছেন করোনা সং’ক্রম’ণে। নিউইয়র্কের হাসপাতালে মা’রা যাওয়ার আগে নিজের স্ত্রী ও সন্তানের জন্য লিখেছিলেন শেষ চিঠি, যা সম্প্রতি সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেটি পড়েই চোখে জল এসে গেছে নেটিজেনদের। আবেগঘন মনে সকলে প্রশংসা জানাচ্ছেন যুবককে।

সেই শেষ চিঠিতে জন লিখেছেন, তিনি গর্বিত একজন স্বামী হিসেবে। তিনি গর্বিত তার সন্তানদের পিতা হিসেবে। তার স্ত্রী তার দেখা দুনিয়ায় সবচেয়ে সুন্দর মানুষ আর সবচেয়ে সুন্দর মা। আগামী জীবনে তারা সকলেই প্রা’ণ খুলে নিজেদের খুশিমতো বাঁচুক, এটাই তার শেষ চাওয়া।

কভিড ১৯-এ আ’ক্রা’ন্ত হওয়া জন কোয়েলহোকে গত মাসে স্থানীয় একটি হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়। সেখানে তার প্রাথমিক চিকিত্‍সা শুরু হয়। কিন্তু জনের আগে থেকেই হার্টের সমস্যা ছিল কিছু। করোনা সং’ক্রম’ণের ফলে সেটাই কাল হয়ে দাঁড়ায় তার জীবনে। পরে নিউইয়র্কের বড় হাসপাতালে ভর্তি করা হলেও, শেষ রক্ষা হয়নি। কম বয়সেই হারিয়ে যায় একটি প্রা’ণ। জনের মৃ’ত্যু’র খবর পেয়ে তার স্ত্রী কেটি হাসপাতালে গিয়েছিলেন স্বামীর ম’র’দেহ নিতে, জিনিসপত্র ফিরিয়ে আনতে। তখনই হাতে আসে জনের ফোনটি। সেখানেই তিনি খুঁজে পান শেষ বার্তাটি।

অনেক ছোট বয়স থেকে প্রেম শুরু হয়েছিল জন আর কেটির। পরে সেই প্রেম থেকে গাঁটছড়া বাঁধা। অনেক ঝড়ঝঞ্ঝা এসেছে জীবনে, তবুও সম্পর্কে তার প্রভাব পড়েনি। কেটির গর্ভধারণের সমস্যা থাকায় আইভিএফের মাধ্যমে ছোট দু’টি সন্তানও হয় তাদের। আড়াই বছরের ব্র্যাডিন এবং ১০ মাসের পেনেলোপ। কেটি জানান, করোনা ছড়িয়ে পড়ার পর থেকে সমস্ত রকম সাবধানতা নিয়েছিলেন তারা। জনকে কাজের সূত্রে বাইরে যেতেই হতো, কিন্তু জন সব সময় মাস্ক, গ্লাভস ব্যবহার করতেন।

মার্চের শেষদিকে কর্মসূত্রেই জন একজন করোনা আ’ক্রা’ন্তের সংস্পর্শে আসেন। তার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। খুব ক্লান্তি আসে তার, শুরু হয় মাথার যন্ত্রণা। ধরা পড়ে করোনা। সঙ্গে সঙ্গে আইসোলেশনে পাঠিয়ে চিকিত্‍সা শুরু হয় তার। শুরুর দিকে বেশ খানিকটা সাড়া দিলেও পরে অবস্থা খারাপ হয়ে ওঠে। শুরু হয় চূড়ান্ত শ্বাসকষ্ট। আনা হয় নিউইয়র্কে, ব্যবস্থা করা হয়েছিল ভেন্টিলেটরেরও। তবু শেষ রক্ষা হলো না। চিকিত্‍সকরা মনে করছেন, হৃদরোগ থাকার কারণেই লড়াইটা জিততে পারলেন না জন।

স্থানীয় আদালতে ছোটখাটো একটি কাজ করতেন জন। একজন ভালো বাবা ও স্বামী হিসেবে রীতিমতো খ্যাতি ছিল জনের। বুক চিতিয়ে নিজের ভালোবাসার কথা সকলকে বলতে ভালোবাসতেন জন। সেই প্রেমের কথাই লিখে গেলেন শেষ বার্তাতেও। আর তার শেষ বার্তা পড়ে চোখের জল ধরে রাখতে পারছেন না নেটিজেনরা। ফেসবুকে একজন লেখেন, জনের এই লেখাটি পড়ে চোখ ভিজে গেল। উৎস : দ্য ওয়াল।

ad

পাঠকের মতামত