319263

করোনা কেড়ে নিলো ৩২৯ প্রবাসীর প্রা’ণ

প্রবাস ডেস্ক।। বৈশ্বিক মহামারী ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে প্রায় সব দেশে। সেই সব দেশের নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও আ’ক্রা’ন্ত হচ্ছেন। মা’রা’ও গেছেন অনেকে। এ ভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে গত ৪৮ ঘণ্টায় আরো ৭ জন বাংলাদেশের নাগরিকের মৃ’ত্যু’র খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৪ জন যুক্তরাষ্ট্রে, দুজন কুয়েতে এবং একজন মা’রা গেছেন কানাডায়।

এ নিয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১৯৮ জন, কানাডায় ৭ জন আর কুয়েতে ৩ জন বাংলাদেশি করোনাভাইরাসের সংক্রমণে মা’রা গেলেন। রোববার প্রবাসী বাংলাদেশি ও কূটনৈতিক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, বিশ্বের ১৪টি দেশে এ পর্যন্ত ৩২৯ জন বাংলাদেশি মা’রা গেছেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে ১৯৮ জন, যুক্তরাজ্যে ৭৯ জন, সৌদি আরবে ১৫ জন, ইতালিতে ৮ জন, কানাডায় ৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬ জন, স্পেনে ৫ জন, কাতারে ৪ জন, কুয়েতে ৩ জন, সুইডেন, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মা’রা গেছেন।

করোনাভাইরাসের সং’ক্রম’ণে এখন পর্যন্ত ৩২৯ জন মা’রা যাওয়ার পাশাপাশি আ’ক্রা’ন্ত হয়েছেন কয়েক হাজার। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মৃ’ত্যু’র সংখ্যা বেশি হওয়ায় খুব স্বাভাবিক ওই দুই দেশে আ’ক্রা’ন্তের সংখ্যাও বেশি হওয়ার কথা। তবে ওই দুই দেশে বাংলাদেশ মিশন ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশ দুটির স্বাস্থ্য দপ্তরগুলো এখন পর্যন্ত কোন দেশের কত নাগরিক আ’ক্রা’ন্ত সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয় না। ফলে সঠিক সংখ্যা জানাটা দুরূহ।

তবে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত সিঙ্গাপুরে সবচেয়ে বেশি বাংলাদেশি করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়েছেন। এদের সংখ্যা প্রায় পাঁচ হাজারের মতো। সিঙ্গাপুরের পর সবচেয়ে বেশি আ’ক্রা’ন্তের খবর পাওয়া গেছে কাতারে। দেশটিতে করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় এক হাজার। এ ছাড়া কুয়েতে ১৬০ জন, সৌদি আরবে ১০০ জন ও সংযুক্ত আরব আমিরাতে ৬০ জন আ’ক্রা’ন্ত হয়েছে।

ad

পাঠকের মতামত