319203

করোনা: মা’ফিয়া’দের কারামুক্তি দিল ইতালি

ডেস্ক রিপোর্ট।। করোনা মোকাবেলায় মা’ফিয়া’দের কারামুক্তি দিয়েছে ইতালি। করোনা ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। প্রা’ণঘা’তী করোনা যেনো কারাবন্দীদের মধ্যে ভ’য়া’বহ রুপ নিতে না পারে এজন্য মা’ফি’য়া নেতাদের মুক্ত করা হয়েছে।

করোনা ঝুঁ’কি এড়াতে ১৮ মাস বা তার চেয়ে কম সময় যাদের জেল হয়েছে তাদেরকে গৃহবন্দী রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাকিদের সবাইকে কারামুক্তি দেওয়া হয়েছে। শীর্ষ ৩ জনকে কারাগারে আইসোলেশনে রাখা হয়েছে যেনো বাইরের কারো সাথে যোগাযোগ না করতে পারে। গেল ২৯ ফেব্রুয়ারী থেকে ৬ হাজার ৫শ জনকে কারামুক্তি দিয়েছে ইতালি।

এদিকে দু’র্ধ’র্ষ মা’ফিয়া’দের মুক্ত করার পর সমালোচনার মুখে পড়েছে ইতালি। ইতালির বিরোধী দলীয় মাতেয় সালভিনি ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় বলেছেন এ সিদ্ধান্ত নিয়ে অন্য পেশায় কর্মরত সবাইকে অশ্রদ্ধা করা হচ্ছে। এমন সিদ্ধান্ত দেশটিতে সংকটজনক পরিস্থিতি তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

ad

পাঠকের মতামত