318934

ইফতার কেনা যাবে সামাজিক দূরত্ব বজায় রেখে

নিউজ ডেস্ক।। নভেল করোনাভাইরাসের সং’ক্রম’ণ ও বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে রমজানে ফুটপাতে ইফতার বিক্রি ও দোকানে বসে ইফতার না করার নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পু’লি’শ (সিএমপি)।

এ ছাড়া কেউ ইফতার বিতরণ করতে চাইলে সিএমপির অনুমতি নিতে হবে বলে জানায় তারা। শুক্রবার সকালে সিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়।

নির্দেশনার বিষয়ে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক জানান, চট্টগ্রাম নগরীতে ফুটপাত বা যত্রতত্র ইফতারি তৈরি ও বিক্রয় করা যাবে না। রেস্টুরেন্ট বা খাবার দোকানে বসে ইফতার করা যাবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার কিনে প্যাকেট করে নিয়ে যেতে হবে। সন্ধ্যা ৬টার পর ইফতার বিক্রি করা যাবে না। তিনি বলেন, রেস্টুরেন্ট কিংবা খাবার দোকান বা অন্য কোথাও সেহেরি তৈরি, আয়োজন বা বিক্রয় করা যাবে না। এ বিষয়ে আমাদের সব থানা তাদের নজরদারি রাখবে। কোথাও কোনো ইফতার পার্টির আয়োজন করা যাবে না। এমনকি সিএমপির অনুমতি ছাড়া কোথাও ইফতার বিতরণ করা যাবে না।

সিএমপির এ কর্মকর্তা আরো জানান, করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্য নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য সিএমপির এসব নির্দেশনা মেনে চলতে হবে। কেউ যদি এসব নির্দেশনা অমান্য করে তাদের বি’রু’দ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। উৎস: দেশ রুপান্তর।

ad

পাঠকের মতামত