
সৌদি আরবে রোজা শুক্রবার শুরু
ইসলাম ডেস্ক।। বুধবার সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ দেখা যায়নি। আগামীকাল শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে মতে শুক্রবার থেকে সৌদি আরবে পবিত্র মাহে রমজান শুরু হবে। সে দেশের চাঁদ পর্যবেক্ষকরা এমনটাই জানিয়েছেন।
সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও শুক্রবার থেকে রোজা শুরু হবে।
এদিকে রমজানে সংক্ষিপ্ত পরিসরে তারাবির নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
মসজিদ দুটিতে ১০ রাকাত করে তারাবির নামাজ আদায় করা হবে। তবে সাধারণ মুসল্লিরা মসজিদে ঢুকতে পারবেন না। শুধু ইমাম ও মুয়াজ্জিনসহ কর্মরতদের নিয়ে তারাবির নামাজ হবে। উৎস: জাগোনিউজ।