
করোনা যো’দ্ধা এই মহিলা ডাক্তারকে অভিনবভাবে কুর্নিশ জানালো মার্কিন প্রশাসন
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনা ভাইরাসের তা’ণ্ডবে ভী’ত-স’ন্ত্র’স্ত জনজীবন। ১৩৯টি দেশে মা’র’ণ ভাইরাসের প্রকো’প পড়েছে। তবে সবথেকে সঙ্গীন অবস্থা আমেরিকার। মৃত্যুসংখ্যা ছাড়িয়েছে ৪৫ হাজার। রিপোর্ট বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে আ’ক্রা’ন্তের সংখ্যা গিয়ে ঠেকেছে ৮ লক্ষ ২৬ হাজার ৩০৬-এ। পরি’স্থিতি সামাল দিতে একপ্রকার স্বাস্থ্য পরিকাঠামো নাজেহাল।
আক্রা’ন্তের সংখ্যা ক্রমশ এতটাই বেড়ে চলেছে যে রোগীদের মধ্যে কার জীবন বাঁচানো সম্ভব, কখনও কখনও বেছে নিতে হচ্ছে চিকিত্সকদের। তবুও হাল ছাড়েননি মার্কিন মুলুকের ডাক্তাররা। নিজেদের জীবন বাজি রেখেই করোনা আক্রা’ন্তদের চিকিত্সা করে সারিয়ে তুলছেন। সেই লড়া’ইয়েই শামিল হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক মহিলা চিকিত্সকও। যার হাতে সুস্থ হয়ে উঠেছে করোনা আক্রা’ন্ত বহু রোগী। ভারতীয় বংশোদ্ভূত সেই চিকিত্সককেই অভিনব উপায়ে কুর্নিশ জানাল মার্কিন প্রশাসন।
ভারতীয় বংশোদ্ভূত এই মহিলা চিকিত্সকের নাম উমা মধুসূদন। যিনি মাইসোরের জেএসএস মেডিক্যাল কলেজে পড়াশোনা করেছেন। বর্তমানে আমেরিকার সাউথ উইন্ডসর হাসপাতালে কর্মরত। তিনি কোভিড ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন। ইতিমধ্যেই উমার চিকিত্সায় পুরোপুরি সুস্থ হয়ে নেকেই বাড়ি ফিরে গিয়েছেন। সেই নিরলস পরিশ্রমী চিকিত্সককেই এক অভিনব উপায়ে কুর্নিশ জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন হর্ষ গোয়েঙ্কা। সেই ভিডিওতেই প্রকাশ্যে এল ভারতীয় বংশোদ্ভূত উমাকে মার্কিন বাসিন্দাদের কুর্নিশ জানানোর এই অভিনব পন্থা।
ভিডিওতে দেখা গিয়েছে, নিজের বাড়ির সামনের লনে একা দাঁড়িয়ে রয়েছেন উমা মধুসূদন। রাস্তা দিয়ে সার বেঁধে যাচ্ছে একের পর এক সুস্থ রোগীদের গাড়ি। যারা বাড়ি ফিরছেন। সেই গাড়ির সারিতে ছিল পুলিশ এবং দমকল বাহিনির গাড়িও। কেউ বা গাড়ি থেকে উমার দিকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। আবার কেউ বা গাড়ি থেকে নেমে ‘থ্যাঙ্কস’ লেখা প্ল্যাকার্ড গেড়ে দিয়ে গেল উমার লনে। হাততালি দিয়ে পালটা তাদের সবাইকে অভিবাদন জানালেন উমাও। ভিডিওতেই দেখা গেল আবে’গাপ্লু’ত উমার মুখে পরিতৃপ্তির হাসি।