318502

নাচলেন স্ত্রী, দেখলেন সৌম্য! কাঁপছে ফেসবুক

স্পোর্টস ডেস্ক।। বিয়ের পর এত লম্বা ছুটি বোধ হয় কোনো খেলোয়াড়ই পায়নি! হয়তো সময়টা খারাপ। করোনার ভয়ে সেভাবে ফুরফুরে থাকা দায়। তারপরও কম কিসে। তাইতো লকডাউনে বেশ কাটছে সৌম্য সরকারের সময়।

নতুন বিয়ে করেছেন। তারপরই নেমে এলো করোনার ঝড়। তাতে বন্ধ হয়ে গেল সব খেলা। আর অনুমিতভাবেই এই ভাইরাস থেকে বাঁচতে হলে ঘরে থাকাই সবচেয়ে বড় ওষুধ। সেটা পইপই করে মানছেন সৌম্য।

তবে ঘরে থেকে বসে নেই। টিভি দেখা, গেমস খেলা স্ত্রীকে নিয়ে আড্ডা দেওয়া। আবার রান্নাঘরেও ঢুঁ মারেন। সে সব দৃশ্য শেয়ার করেন ভক্তদের সঙ্গে।

ক’দিন আগেও স্ত্রী পূজার সঙ্গে নববর্ষ উদযাপনের ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে আলোচনাও হয়েছে খানিকটা। এবার সৌম্যর স্ত্রী পূজার নাচের ছবি ভাইরাল হলো। সে সব নিয়ে হচ্ছে কানাঘুষা।

ad

পাঠকের মতামত