
জিম্বাবুয়েতে করোনাকে ছাপিয়ে ম্যালেরিয়ায় ১৩১ জনের মৃ’ত্যু
আন্তর্জাতিক ডেস্ক।। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রা’ণ’ঘাতী করোনাভাইরাসের ভ’য়াব’হতা রুখতে লকডাউনে জিম্বাবুয়ে। কিন্তু এরই মধ্যে দেশটিতে আ’শঙ্কাজ’নক হারে ছড়িয়ে পড়ছে ম্যালেরিয়া। মশাবাহিত এই রোগে এখনও পর্যন্ত ১৩১ জনের মৃ’ত্যু হয়েছে। যেখানে করোনায় মা’রা গেছেন মাত্র তিনজন।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, জিম্বাবুয়েতে ২০১টি এলাকায় ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে ম্যালেরিয়া। আ’ক্রা’ন্তের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার; মৃ’ত্যু হয়েছে ১৩১।
ম্যানিকাল্যান্ড, ম্যাসভিনগো ও ম্যাশোনাল্যান্ড ইস্ট এলাকায় এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন’ ম্যালেরিয়ার প্রকোপ দেশ জুড়ে আরো বাড়তে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, কোভিড-১৯ মোকাবিলায় জিম্বাবুয়ে যতটা তৎপর ম্যালেরিয়ার ক্ষেত্রে তা দেখা যাচ্ছে না।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, জিম্বাবুয়েতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ জন। মৃ’তে’র সংখ্যা তিনজন। প্রা’ণঘা’তী’ এই ভাইরাসে ছড়িয়ে পড়া ঠেকাতে চলমান লকডাউন আরো দুই সপ্তাহ বাড়িয়েছে দেশটি।