
করোনায় ৫০-৬০ হাজার মানুষ মা’রা যাবে যুক্তরাষ্ট্রে, ধারণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক।। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ৫০ থেকে ৬০ হাজার মানুষ মা’রা যেতে পারে, যা প্রশাসনের অনুমান থেকে অনেক কম। সোমবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন ট্রাম্প।
এর আগে গত মাসের শেষের দিকে দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফৌসি এক অনুষ্ঠানে বলেছিলেন, আশঙ্কা করা হচ্ছে, করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এক থেকে প্রায় আড়াই লাখ (২ লাখ ৪০ হাজার) মানুষ মা’রা যাবে। এমনকি মার্কিনিরা যদি সামাজিক দূরত্ব বজায় রাখার নীতি মেনে চলে তারপরও এত সংখ্যক প্রা’ণহা’নি ঘটবে।
সোমবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা এখন ৫০-এর দিকে যাচ্ছি-আমি শুনছি, অথবা ৬০ হাজার (মানুষ মা’রা যাবে)। তবে (সেই সংখ্যা) একটি হলেও অনেক বেশি-যেটা আমি প্রায়ই বলে আসছি। (আসলে) আমরা ৫০ থেকে ৬০ হাজারের দিকে যাচ্ছি। আগে যে ধারণা করা হয়েছিল (যুক্তরাষ্ট্রে) এক লাখ মানুষ মা’রা যাবে (করোনাভাইরাসে), এটা সেই সংখ্যা অপেক্ষা অনেক কম।’
তিনি আরও বলেন, ‘(করোনাভাইরাস মোকাবিলায়) আমরা যা করেছি তা যদি না করতাম তাহলে আমি মনে করি, এক মিলিয়ন মানুষ, সম্ভবত দুই মিলিয়ন মানুষ, সম্ভবত তারও বেশি সংখ্যক মানুষ মারা যেত করোনাভাইরাসে।’
ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইটের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় আট লাখ (৭ লাখ ৯২ হাজার) মানুষ আ’ক্রা’ন্ত হয়েছেন করোনায়। মা’রা গেছে ৪২ হাজারের বেশি (৪২ হাজার ৫১৪ জন)। শুধু নিউইয়র্ক অঙ্গরাজ্যেই আ’ক্রা’ন্ত হয়েছে আড়াই লাখের বেশি। মা’রা গেছে প্রায় ১৯ হাজার (১৮ হাজার ৯২৯ জন), যা দেশটির মোট মৃ’তে’র প্রায় অর্ধেক। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আরও ২৮ হাজার আ’ক্রা’ন্ত হয়েছেন। আর মা’রা গেছেন প্রায় দুই হাজার (১ হাজার ৯৩৯ জন)।
দেশটিতে প্রতিদিনই কয়েক হাজার মানুষ মা’রা যাচ্ছে করোনাভাইরাসে। সহসা এ সংখ্যা কমারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে। এই অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্পের আশঙ্কা কতটুকু সত্য হয়, তা-ই এখন দেখার বিষয়। উৎস : সিএনএন