318451

করোনাভাইরাস: ফর্সা থেকে কুচকুচে কালো হয়ে গেলেন দুই চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উহান থেকে করোনাভাইরাস গো’টা বিশ্বে ছ’ড়িয়ে গেছে। করোনায় আক্রা’ন্তদের চিকিৎসা দিতে গিয়ে অনেক চিকিৎসক করোনায় আক্রা’ন্ত হয়েছেন। চীনেও অনেক চিকিৎসক করোনায় আক্রা’ন্ত হয়েছেন।তাদের মধ্যে ডাক্তার ই ফান এবং ডাক্তার হু ওয়েফিংও রয়েছেন। করোনায় তারা ফর্সা থেকে কুচকুচে কালো হয়ে গেছে।

আক্রা’ন্ত হওয়ার আগে তাদের চেহারা উজ্জ্বল বর্ণের থাকলেও বর্তমানে গাড় কালচে বর্ণ ধা’রণ করেছে। ভারসা’ম্যহী’নতার কারণে অস্বা’ভাবিক এ পরিবর্তন বলে জানা গেছে।

এছাড়াও তাদের লিভার অকে’জো হয়ে গেছে। জানুয়ারিতে উহান সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেয়ার সময় আক্রা’ন্ত হন তারা দু’জন। বর্তমানে তাদের শারীরকি পরিস্থি’তির উন্নতি ঘ’টছে বলেও জানানো হয়।

ad

পাঠকের মতামত