
সানি লিওনের বি’রু’দ্ধে স্বামীর যত অ’ভি’যোগ (ভিডিও)
বিনোদন ডেস্ক।। করোনাভাইরাসের কারণে ভারতজুড়ে চলছে লকডাউন। এই সময় বলিউডের অন্যসব তারকার মতো অভিনেত্রী সানি লিওনও তার স্বামী ড্যানিয়েলের সঙ্গে ঘরে বন্দি সময় কাটাচ্ছেন।
তবে লকডাউনের এই সময়ে স্ত্রী সানির বি’রু’দ্ধে একগাদা অ’ভিযো’গ করেছেন ড্যানিয়েল ওয়েবর।
তার অভিযোগ, সানি লিওন একেবারে ‘অকর্মণ্য’। লকডাউনে বাড়ি বসে সারা দিন সেলফি তোলে অথবা ঘুমায়। রান্না যে তিনি মাঝে মাঝে করেন না এমন নয়। কিন্তু তাও নাকি অত্যন্ত খারাপ!
স্যোশাল মিডিয়ায় এক ভিডিওবার্তায় এসব অভিযোগ করেছেন ড্যানিয়েল। আর সেই ভিডিওটি সানির ভেরিফায়েড ইনস্টাগ্রাম থেকেই শেয়ার করা হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, কাগজে লিখে একের পর এক অভিযোগ জানিয়ে যাচ্ছেন ড্যানিয়েল। সেই কাগজ আবার মেলে ধরছেন ফ্যানেদের দিকে। তবে ভিডিওতে ড্যানিয়েলের মুখে সানির প্রশংসাও শোনা গেছে।
অভিযোগের সময় সানি তখন সিনেও ছিলেন না। হঠাৎ এসে পড়ায় হকচকিয়ে যান ড্যানিয়েল। তখন বেশি করে প্রশংসা করে পরিস্থিতি সামাল দেন।
তবে সানিও ‘প্রতিশোধ’ নেয়ার হুশিয়ার দিয়ে সাবধান করে দিয়েছেন ড্যানিয়েলকে। তবে পুরো ঘটনাটাই মজার ছলে করা হয়েছে।
https://www.instagram.com/p/B_LG3wuj3_9/