317861

মাশরাফির নানা ডা. মাসুদ করোনা আ’ক্রা’ন্ত

স্পোর্টস ডেস্ক।। করোনা ভাইরাসে আ’ক্রা’ন্ত হয়েছেন মাশরাফি বিন মুর্তজার নানা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আহম্মেদ। ডা. মাসুদের করোনায় আ’ক্রা’ন্ত হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি।

জানা গেছে, মাশরাফির নানা মাসুদ আহম্মেদের পরিবার বসবাস করেন ঢাকায়। করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা তাকে ঢাকায় ফেরার অনুরোধ করলেও ডা. মাসুদ খুলনাতেই রয়ে যান। করোনা মোকাবিলার জন্য হাসপাতালে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। অন্যকে বাঁ’চা’তে গিয়ে নিজেই শেষ পর্যন্ত করোনায় আ’ক্রা’ন্ত হলেন।

নানার কভিড-১৯ পজিটিভ হওয়ার ব্যাপারে মাশরাফি বলেন, ‘আমার নানা মাসুদ আহম্মেদ করোনায় আ’ক্রা’ন্ত হয়েছেন। এখন মোটামুটি ভালো অবস্থায় আছেন। তবে গায়ে জ্বর আছে ওনার।’

ad

পাঠকের মতামত