
বাংলাদেশ তুমি শেষ!
জয়নাল হাজারী ॥ হে খোদা বাংলাদেশকে বাঁচাও। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত কাল শনিবার মাওলানা আনসারীর নামাজের যানাযা অনুষ্ঠিত হয়েছে। যানাযায় লগডাউন ভেঙ্গে হাজার হাজার মানুষ সমাবেত হয়েছিল। মাওলানা সাহেব খুবই জনপ্রিয় মানুষ এটা সত্য। যানাযার আগে তার এই জনপ্রিয়তার কথা দেশের মানুষের জানা ছিল না। তিনি খুবই বুজুরগো লোক তাতেও কোন সন্দেহ নাই। কিন্তু চতুরদিকে খবর না গেলে এমন বিশাল সমাবেশ সম্ভব ছিল না। সকল রকমের নিষেধাজ্ঞা সত্তেও যারা চতুরদিকে খবর দিয়ে মানুষ জড়িত করেছে তারা কারা? খবর দেয়ার বিষয়টি গোপনে করা হয়েছে তাতে কোন সন্দেহ নাই। কারণ কারা এই খবর দিয়েছে তার কোন হদিস গোয়েন্দারা বের করতে পারছে না। সরকারিভাবে যদিও বলা হচ্ছে যানাযায় ত্রিশ হাজার লোক শরিক হয়েছিল।
আসলে ছবি দেখলে যে কেউ বলবেন এখানে লক্ষাধিক লোকের সমাবেশ হয়েছিল। এই সমাবেশে উপসর্গ ছাড়াই কতজন করোনায় আক্রান্ত ছিল কেউ তা বলতে পারবে না। তবে যদি শুধু দশজনও আক্রান্ত লোক থেকে থাকে তবে শুরুতেই দশ হাজার লোক আক্রান্ত হবে। এই দশ হাজার থেকে কত লোক আক্রান্ত হবে তার হিসাব করলে বাংলাদেশে কোন লোকই থাকবে না। এই সমাবেশ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় সরাইলের ওসিকে প্রত্যাহার করা হয়েছে। সরাইলের ওসিকে প্রত্যাহার নয় এখন তাকে মৃত্যুদন্ড দিলেও কি লাভ হবে। যা হবার তা তো হয়েই গেছে। যারা গোপনে এই যানাযার মহাসমাবেশটি আয়োজন করেছে তারা এতোদিনে নিশ্চয়ই জেনেছেন করোনা কি জিনিষ। এমনকি করোনা কিভাবে ছড়ায় সেটাও তাদের অজানা থাকার কথা নয়।
তারপরও তাদের এই হীন কর্মটি ক্ষমার অযোগ্য। যেখানে কাবাশরিফের তোয়াফ বন্ধ রয়েছে। এমনকি জুমার নামায হচ্ছে না তারাবি হবে না এমনকি ঈদের জামাতও হবে বলে মনে হয় না। সেখানে আনসারীর সাহেবের যানাযাটাকি ফরয কাজ ছিল? যানাযার নামায ফরয নয়। সুতরাং কোন অবস্থাতেই মাওলানা আনসারীর যানাযায় সমাবেশ করা যুক্তিযুক্ত ছিল না। যা হয়ে গেছে সেটা নিয়ে গবেষণা তো করতেই হবে তবে সেই গবেষণার আগে এখন কি হবে সেটাই গবেষণা করতে হবে। শুধু এই একটি ঘটনার কারনেই তো শুধু বাংলাদেশে লক্ষ মানুষের মৃত্যু হতে পারে। আল্লাহ না করুন যেভাবে করোনা ছড়ায় সেভাবে যেন না ছড়ায়। আমরা আসা করতে চাই ঐ সমাবেশে করোনার উপসর্গ নিয়ে কোন মানুষ উপস্থিত ছিল না কিন্তু যদি একজনও থেকে থাকে আমাদের রক্ষা নাই। শুধু আল্লাহই আমাদের রক্ষা করবেন। ভবিষ্যতের এই মহাদুর্যোগের জন্য আমাদেরকে এখনই প্রস্তুতি নিতে হবে নতুবা বাংলাদেশ শেষ। এ ব্যাপারে ফেসবুকে লাইভ করার জন্য ব্যারিস্টার সুমনকে ধন্যবাদ। যারা গোপনে এই সমাবেশটি করেছ তারাও তো এই দুর্যোগ থেকে বাঁচতে পারবে বলে মনে হয় না। উৎস: হাজারীকা প্রতিদিন।
লেখক উপদেষ্টা বাংলাদেশ আওয়ামী লীগ ও সাবেক সংসদ সদস্য।