317789

৫১ জনের টেস্টে ৪০ জন করোনা শনাক্ত

নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন ৪০ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।আর এ নিয়ে নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০১ জন। শনিবার সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম এ তথ্য জানান।

ডা. জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ৪০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় মোট ৭০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ৩০১ জনের ফলাফলে পজিটিভ এসেছে। নারায়ণগঞ্জ জেলায় এখন পর্যন্ত মারা গেছে ২৪ জন। উৎস: যুগান্তর।

ad

পাঠকের মতামত