317526

জেদ্দায় দালালের খপ্পরে ৯৩ বাংলাদেশি

প্রবাসী ডেস্ক।। লাখ টাকা খরচ করে আকামা না পেয়ে এমন অনেকেই দিন কাটাচ্ছেন অনাহারে অর্ধহারে। এ অবস্থায় একটি ছোট্ট কক্ষে গাদা গাদি করে কাটছে তাদের দিন। এ সংকটময় সময়ে মানবেতর জীবনযাপন করছেন এ সকল শ্রমিকরা।

ভুক্তভোগি এক প্রবাসি শ্রমিক জানান, আত্নীয়দের কাছ থেকে সুদে ধারদেনা এবং ব্যাংক থেকে ১ লাখ টাকা লোন নিয়া একানে আইছি। ভালো কম্পানির চাকুরি দেয়ার কথা বলে আমাদের কাছ থেকে টাকা নেয়া হলেও এখানে আমাদের বন্দি জীবনে থাকতে হচ্ছে। ক্যাম্পে কেউ রাতে কেউ বা সকালে ঘুমায়। জায়গার অভাবে সবাই এক সঙ্গে ঘুমাতে পারে না।

অপর এক প্রবাসি কান্না জড়িত কন্ঠে বলেন, এমন বিপদের মধ্যে ঠেলে দিয়েছে স্বদেশি সাইদ (পাবনা), আব্দুল আল মামুন (কিশোরগঞ্জ) এবং সাইফুল(নোয়াখালি)।

জন প্রতি ৪ থেকে ৫ লাখ টাকা করে নিয়ে তারা নিজেদের কম্পানিতে কাজ দেয়ার কথা বলে এসব শ্রমিকদের সৌদিতে নিয়ে যান। এ নিয়ে অভিযোগযুক্তদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তারা দূর্ব্যবহার করে। তারা সব দোষ চাপায় শ্রমিকদের ওপর। চ্যানেল২৪।

ad

পাঠকের মতামত