316838

সৌদি বাদশাহর কারফিউর সময় বাড়ানোর অনুমোদন

ডেস্ক রিপোর্ট ।। সৌদি আরবে করোনাভাইরাস আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউর সময় বাড়ানোর অনুমোদন দিয়েছেন বাদশাহ সালমান।

রবিবার ভোরে রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এসপিএ) এ কথা জানিয়েছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে এর আগে ২৩ শে মার্চ সন্ধ্যা ৭ টা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউের আদেশ দিয়েছিলেন সৌদি বাদশা।

গত সপ্তাহে রাজধানী রিয়াদ এবং অন্যান্য বড় শহরগুলিকে ২৪ ঘন্টার কারফিউয়ের অধীনে রেখেছিল সৌদি আরব। নভেল করোনভাইরাস ছড়িয়ে পড়ায় দেশটির জনসংখ্যার বেশিরভাগ অংশকে লকডাউন করা হয়েছিল।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হ্ওয়া গেছে। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫০জনেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ।

গত মঙ্গলবার সৌদি স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ এক বিবৃতিতে বলেন যে, নিকট ভবিষ্যতে ১০ হাজার থেকে ২ লাখ সৌদি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন। সূত্র : জেরুজালেম পোস্ট

ad

পাঠকের মতামত