316533

করোনা ঠে’কাতে সবচেয়ে শক্তিশালী অ’স্ত্র হলো সামাজিক দূরত্ব : ড. রেডফিল্ড

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের প্রাদু’র্ভাব ঠে’কাতে সবচেয়ে বড় অ’স্ত্র হিসেবে সামাজিক দূরত্ব কাজ করে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক ড. রবার্ট রেডফিল্ড। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে তিনি এ কথা বলেন।

মূলত আমেরিকান জনগণের সামাজিক দূরত্বের দিকনির্দে’শনা মেনে চলার প্রশংসা করে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ”আমরা প্রতির’ক্ষাহীন নই। এই ভাইরাসের বিরু’দ্ধে আমাদের সবচেয়ে শক্তিশালী একটি অ’স্ত্র রয়েছে। আর সেই অ’স্ত্রটি হলো সামাজিক দূরত্ব। সামাজিক দূরত্বই এই মহামা’রির বিরু’দ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ’স্ত্র হিসেবে কাজ করে।”

তিনি আরো বলেন, ”এই ভাইরাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্বলতা রয়েছে। সেটি হলো, এটি সাঁতার কাটতে পারে না। তাই এই ভাইরাস সাত ফুট দূরে সাঁতার কেটে গিয়ে সং’ক্র’মিত করতে পারবে না। আমরা যদি সামাজিক দূরত্বকে অ’স্ত্র হিসেবে ব্যবহার করি তবে এই ভাইরাসের ক্ষমতা সীমাবদ্ধ করতে পারি।”

রেডফিল্ড বলেন, ”অনেকে কল্পনাই করেনি যে আমেরিকান জনগণের বেশিরভাগ সামাজিক এই দূরত্বকে গ্রহণ করবে। এই ভাইরাসে সং’ক্র’মণ ক্ষ’মতা ‘ফ্লু’য়ের চাইতেও তিনগুণ বেশি।” ই ভাইরাস কতটা সহজে ছড়াতে পারে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক নতুন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সিডিসির সাম্প্রতিক প্রতিবেদনে। এসময়, তিনি ব্যায়াম করা এবং ধূমপান না করার পরামর্শ দেন। সূত্র : সিএনএন

ad

পাঠকের মতামত