316420

করোনায় আক্রান্ত ১০ নবজাতক, হাসপাতালের বিরুদ্ধে তদন্ত শুরু

ডেস্ক রিপোর্ট।। মায়েরা কেউই করোনাভাইরাসে আক্রান্ত নন। কিন্তু একটি হাসপাতালে ১০ নবজাতকের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে! অবাক করার মতো হলেও, ঘটনাটি ঘটেছে রোমানিয়ায়।

হাসপাতালটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বিষয়টি জানিয়েছে দেশটির একটি সংবাদমাধ্যম। দ্য রোমানিয়া জার্নাল নামে পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীর শরীরে আগেই করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। কর্তৃপক্ষ ধারণা করছে, কোনোভাবে তার শরীর থেকেই ভাইরাসটি ওই ১০ শিশুর দেহে সংক্রমণ ঘটায়।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে নয়টি শিশুকেই তাদের মায়ের সঙ্গে নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।

গত বুধবারই দেশটির আরেকটি হাসপাতালের বিপুলসংখ্যক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়। পরে প্রশাসন হাসপাতালটিকে লকডাউন করে দেয়।

রোমানিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ৫ হাজার দুই জন। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৪১ জন। সুস্থ হয়েছেন ৫২৮ জন। মারা গেছেন মোট ২২৯ জন।

ad

পাঠকের মতামত