316334

করোনা পরিস্থিতি খুব উদ্বেগজনক : আসিফ নজরুল

নিউজ ডেস্ক।। দেশে করোনা পরিস্থিতি খুব উদ্বেগজনক জানিয়ে সবাইকে সতর্কভাবে থাকার জন্য বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক পাতায় স্ট্যাটাস দিয়ে এ কথা জানান তিনি।

আসিফ নজরুলের স্ট্যাটাসটি এখানে তুলে ধরা হলো :  খবরদার অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। গেলে অবশ্যই মাস্ক পরবেন। এসে জুতো বা স্যান্ডেল বাসার বাইরে রাখবেন। বাইরে থেকে কেনা জিনিসের পলিথিন ফেলে দেবেন। কেনা জিনিসগুলো সম্ভব হলে ধুয়ে ফেলবেন।

হাত ধোবেন সাবান নিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড। পারলে গোসল করেন। পরনের কাপড় ধুয়ে ফেলুন। এসব করার আগে কোনোভাবে সন্তানদের স্পর্শ করতে দেবেন না আপনাকে।

করোনা পরিস্থিতি খুব উদ্বেগজনক। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১১২ জন আক্রান্ত হয়েছেন। এর আগে গতকাল বুধবার শনাক্ত হয়েছিল ৫৪ জন। তার আগের দিন শনাক্ত হয় ৪১ জন। সবমিলিয়ে এই রোগে আক্রান্তের সংখ্যা ৩৩০। তাদের মধ্যে থেকে মারা গেছেন মোট ২১ জন।

ad

পাঠকের মতামত