316036

১ লাখ মানুষের ৩০ দিনের খাবারের দায়িত্ব নিলেন অমিতাব বচ্চন

বিনোদন ডেস্ক।।  করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে টানা ২১ দিন লকডাউনে ভারতবাসী। এ কারণে বন্ধ রয়েছে অফিস, কলকারখানাসহ দেশের যাবতীয় উৎপাদন প্রক্রিয়া। এতে কপালে চিন্তার ভাজ পড়েছে শ্রমজীবী শ্রেণির মানুষের। এ পরিস্থিতিতে দেশের দুস্থ-অসহায়দের পাশে দাঁড়িয়েছেন বলিউড সেলিব্রেটিরা।

এবার বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ঘোষণা করেছেন যে, লকডাউনে কাজ হারানো এক লাখ মানুষকে তিনি আগামী এক মাস রেশন দেবেন।

‘মাদার অ্যাসোসিয়েশন’ নামে ফিল্ম জগতের প্রায় এক লাখ দিনমজুরের পরিবারগুলোর দায়িত্ব নিলেন বিগ বি। অমিতাভ বচ্চনের এই মানবিকতার কথা ফিল্ম সমালোচক কোমল নাহতা টুইট করে জানিয়েছেন।

নাহতা টুইটে লিখেছেন, অমিতাভ বচ্চন ফিল্ম জগতের প্রায় এক লাখ দিনমজুরের পরিবারকে এক মাসের খাবার দেবেন। নাহতার এই টুইটে বহু মানুষ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

এর আগে শাহরুখ খান জনসাধারণের সহায়তা করার জন্য পাশে থাকার ঘোষণা দিয়েছিলেন। তিনি তার চারতলা অফিসকে প্রয়োজনে কোয়ারেন্টিন সেন্টার বানানোর প্রস্তাবও দিয়েছেন। একই সঙ্গে অক্ষয় কুমার দরিদ্রদের সহায়তা করার জন্য প্রধানমন্ত্রীর করোনা তহবিলে ২৫ কোটি টাকা অনুদান দিয়েছেন। উৎস : এনডিটিভি

ad

পাঠকের মতামত