315832

প্রথমবারের মত বাঘের শরীরে ধরা পড়লো ক’রো’না ভা’ইরা’স

নিউজ ডেস্ক।। নিউ ইয়র্কের ব্রংকস চিড়িয়াখানায় একাধিক বাঘের শরীরে করোনার উপসর্গ দেখা গিয়েছে বলে জানিয়েছে আমেরিকার এগ্রিকালচার বিভাগের ভেটেনারি সার্ভিস ল্যাবরেটরি। আপাতত বন্ধ করে দেয়া হয়েছে ওই চিড়িয়াখানা। নিউ ইয়র্ক টাইমস

সম্প্রতি ওই চিড়িয়াখানার একাধিক বাঘ ও সিংহকে অসুস্থ হয়ে পড়তে দেখা যায়। প্রত্যেকেরই শ্বাসকষ্ট হচ্ছিলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরপর চার বছর বয়সী নাদিয়া নামের মালয়েশিয়ান ওই বাঘটিকে পরীক্ষা করা হয়।এই বাঘটি ছাড়াও তার বোন সহ আরও দুটি বাঘ ও তিনটি আফ্রিকার সিংহের শুকনো কাশি হতে দেখা যায়। নিউ ইয়র্ক টাইমস

যেহেতু পশুদের অজ্ঞান করে পরীক্ষা করতে হয়, তাই সব পশুকে পরীক্ষা না করার সিদ্ধান্ত নেন পশু চিকিৎসকরা।তবে পশুগুলোর খিদে কমে গেলেও আপাতত তারা সুস্থ আছে বলে জানান চিকিৎসকরা।এবিসি নিউজ

ধারণা করা হচ্ছে চিড়িয়াখানার এক কর্মীর শরীর থেকে ওই ভাইরাস পশুদের মধ্যে ছড়িয়েছে। বাকি পশুদের শরীরে যাতে ভাইরাস না ছড়িয়ে পড়ে আপাতত তাই ওই বাঘগুলিকে আলাদা করে রাখা হয়েছে। পাশাপাশি গত ১৬ মার্চ থেকে ওই চিড়িয়াখানা বন্ধ রাখা হয়েছে। ইউএস নিউজ ডট কম

এখনও পর্যন্ত আমেরিকার কোনও পোষ্যের শরীরে এই ভাইরাস দেখা যায়নি। আমেরিকায় এই প্রথম কোনও পশুর শরীরে এই ভাইরাস দেখা গেলো। তবে এর আগে বেলজিয়ামে ১ টি বিড়াল ও হংকং-এ ২টি কুকুরের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। সিএনএন

আক্রান্ত পশুদের থেকে অন্য পশু বা মানুষের মধ্যে সংক্রমণ হওয়ার সম্ভাবনা কম বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এভাবে চিড়িয়াখানায় করোনা ছড়িয়ে পড়ার খবর রীতিমত উদ্বেগের বলে জানিয়েছেন তারা। রয়টার্স

ad

পাঠকের মতামত