315842

ক’রো’না’কে এবার হারিয়ে দিলেন ১০৪ বছরের বৃদ্ধা

ডেস্ক রিপোর্ট।। স্প্যানিশ ফ্লু থেকে বেঁচে গিয়েছিলেন সেই শত বছর আগে। ইতালির ১০৪ বছর বয়সী নারী এবার নভেল করোনাভাইরাস (কভিড-১৯) থেকেও সেরে উঠলেন।

দ্য সান জানিয়েছে, অ্যাডা জানুসোর নামের ওই নারী এখন পর্যন্ত করোনামুক্ত হওয়া সবচেয়ে বেশি বয়সী মানুষ।চার সন্তানের জননী অ্যাডা একটি নার্সিং হোমে বসে করোনায় আক্রান্ত হন। সেখানে মোট ২০ জন মারা গেছেন। ১৭ মার্চ তিনি অসুস্থ হন। ইতালিতে শতশত মানুষ ভাইরাসটিতে যেমন মারা যাচ্ছেন, তেমনি অনেকে সুস্থও হয়ে উঠছেন।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার মানুষ সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়েছেন ২১ হাজার ৮১৫ জন। মারা গেছেন ১৫ হাজার ৮৮৭ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ৬৯ হাজার ৪৪৪ জনের প্রাণ গেছে।

চিকিৎসকেরা বলছেন, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তারা সুস্থ হয়ে যাচ্ছেন। এর আগে ব্রিটেনে শত বছর বয়সী আরেক নারীর সুস্থ হওয়ার খবর পাওয়া যায়।

ad

পাঠকের মতামত