315731

‘এমন মানুষের জন্য ক’বর খু’ড়ছি আমি, যারা এখনও মা’রাই যায়নি’

ডেস্ক রিপোর্ট ।। বিশ্বজুড়ে বেড়েই চলেছে ক’রোনা’ভাইরা’সে আ’ক্রা’ন্ত ও মৃ’তের সংখ্যা। মা’রা গেছে ৬৫ হাজারের বেশি মানুষ। আ’ক্রা’ন্ত ছাড়িয়ে গেছে ১২ লাখ। ইতালি, স্পেন, ফ্রান্সসহ অনেক দেশের মর্গগুলো লাশে ভর্তি হয়ে গেছে। সেগুলোর শেষকৃত্য সম্পন্ন করতে গিয়ে নাভিশ্বাস অবস্থা সংশ্লিষ্ট বিভাগগুলোর।

করোনাভাইরাস মারাত্মক সংক্রামক বলে লাশের শেষকৃত্যও করতে হচ্ছে অনেক সাবধানে, এতে সময়ও লাগছে অনেক। অনেক জায়গায় আগাম কবর খুড়ে রাখার ঘটনাও ঘটছে। ভয়াবহতা বাড়ার আশঙ্কায় আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে ব্রাজিল সরকার। লাতিন আমেরিকার সবচেয়ে বড় সমাধিক্ষেত্র সাওপাওলোর ভিলা ফারমোসা সিমেট্রিতে আগে থেকেই খুড়ে রাখা হয়েছে অনেক কবর।

বিবিসি জানায়, একইভাবে যুক্তরাজ্যেও সমাধিক্ষেত্রগুলোতে আগাম কবর খুড়ে রাখতে দেখা গেছে। দেশটির কর্নওয়াল এলাকায় অ্যাগনেস সেমিট্রিতে এমন কবর খুড়ছেন একজন কর্মকর্তা।

ক্লাইভ কালবার নামে ওই ব্যক্তি বলেন, ‘এই কবরস্থানে আমি কবর খুড়ি এবং সবকিছু দেখভাল করি। আপনারা জানেন, এটি এমনই একটা কাজ (কবর খোড়া), দুর্ভাগ্যবশত তা আমাদের করতে হয়। এটাই করুণ বাস্তবতা।’

মাউন্ট হওক গ্রামের সেমিট্রিটির এই তত্ত্বাবধায়ক বলেন, ‘অনেকে হয়তো চিন্তা করছেন তারা এই পরিস্থিতি থেকে পার পেয়ে যাবেন। এমনটি ভাবা উচিত নয়। কবরের কথা নিশ্চয়ই কেউ চিন্তা করে না। কেউ নিশ্চয়ই অন্যের জন্য কবর খুড়বে না। কিন্তু এটিই আমাকে করে যেতে হচ্ছে।’

তিনি জানান, অনেক কাউন্সিলে এখন অতিরিক্ত কবর খুড়ে রাখা হচ্ছে। আগাম অনেক কবর এর মধ্যে প্রস্তুত রাখা হয়েছে।

কালবার বলেন, ‘আমিও সেটিই করছি। প্রত্যেকটি কবর যাতে পরিপাটি হয় সেই ব্যবস্থা আমি সব সময় করে থাকি। মারা যাওয়ার আগে কোনো মানুষের জন্য কবর খুড়িনি আমি এর আগে।’

এই ব্রিটিশ নাগরিক বলেন, ‘এভাবে আগাম কবর খুড়তে গিয়ে আমি কিছুটা মর্মাহত, অথচ তারা এখনও মারাই যায়নি। এমন দুঃখের সময় আমাদের এই কাজটি করে যেতে হবে। যদিও অনেক মানুষের ভাবনাতেই এটি নেই। এরপরেও আমি আশা করছি, এই কবরগুলো যাতে ব্যবহার না হয়।’

এদিকে যুক্তরাজ্যে ভয়াবহ করোনাভাইরাসে মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৪৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছে, এর মধ্যে মারা গেছে ৪ হাজার ৩২০ জন। হাসপাতালগুলো করোনা রোগীতে ভর্তি হয়ে গেছে। পর্যাপ্ত সুরক্ষার অভাবে চিকিৎসক-নার্সরাও পড়েছেন বিপাকে। করোনা রোগীকে চিকিৎসা দিতে গিয়ে এর মধ্যে বেশ কয়েকজন চিকিৎসক মারাও গেছেন।

ad

পাঠকের মতামত