314650

সৌদিতে করোনায় মৃত বেড়ে তিন, এক হাজার ছাড়ালো আক্রান্তের সংখ্যা

সৌদি আরবের স্বস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে এবং সর্বশেষ ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ১১২ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ১০১২ জন। আক্রান্ত ৩৩ রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আল আরাবিয়া, সৌদি গেজেট, আল ইউয়াম

বিবৃতিতে জানানো হয়েছে, আক্রান্তদের মধ্য থেকে ১২ জন সম্প্রতি বহির্বিশ্ব থেকে ভ্রমণ করে এসেছেন। এসব ব্যক্তির রিপোর্ট পজেটিভি আসার সঙ্গে সঙ্গে তাদের পৃথক করে দেয়া হয়েছে। এদিকে ভাইরাসটি প্রতিরোধে বন্ধ ঘোষণার পরও সতর্কতা বাড়ানো হয়েছে হারাম শরীফে। মসজিদুল হারামের সব দুয়ার বন্ধ করে দিতে বলেছেন মসজিদের প্রবীণ ইমাম শাইখ আব্দুর রহমান আল-সুদাইস। সঙ্গে সঙ্গে হারাম শরীফের স্বেচ্ছাসেবী কর্মীদের সংখ্যাও কমানো হয়েছে।

যে কারণে হাশদ আশ শাবিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে আমেরিকা (ভিডিও) ≣ [১] টংগীতে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ≣ উহানে হাসপাতালে সেবা দিচ্ছেন গর্ভবতী সেবিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া সমালোচনা

 

ad

পাঠকের মতামত