312648

পরিকল্পনা মন্ত্রীকে কচুরিপানা খেয়ে প্রমাণ দিতে বললেন আসিফ নজরুল

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘গরু কচুরিপানা খেতে পারলে আমরা কেন পারবো না?’

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এনইসি-২ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষি গবেষণায় অবদান রাখায় দুজনের হাতে পুরস্কার তুলে দিয়ে এ কথা বলেন তিনি।

পরিকল্পনা মন্ত্রীর এ বক্তব্যের উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। আসিফ নজরুলের দেয়া স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘গরু, কচুরীপানা, মন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী প্রশ্ন তুলেছেন, গরু কচুরিপানা খেতে পারলে মানুষ কেন পারে না?

আমার উত্তর হচ্ছে: গরু তো উদাম থাকে, আপনি কি তেমন থাকেন? থাকেন না!

গরু মাঠেঘাটে পেশাব পায়খানা করে, আপনি করেন? করেন না!

গরু ঘাস খায়, আপনি কি তা খান? না!

গরু গোবরত্যাগ করে, আপনি কি তা করেন? না!

সবগুলোর উত্তর হবে না। কারণ আপনি গরু না। গরু কচুরীপানা খেলে তাই আপনাকে তা খেতে হবে না।

পরিকল্পনা মন্ত্রী, তারপরও যদি আপনার মনে হয় গরু পারে বলে মানুষেরও কচুরীপানা খাওয়া উচিত তা হলে আপনি টিভিতে লাইভে আসেন একদিন। গপগপ করে কিছু কচুরীপানা খেয়ে দেখান। তারপর না হয় আমাদেরকে এসব কথা বলেন।’

ad

পাঠকের মতামত