312495

হঠাৎ করেই সরে দাঁড়াতে পারেন মাশরাফি!

স্পোর্টস ডেস্কঃ কিছুদিন আগে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন মাশরাফি। এবার জিম্বাবুয়ে সিরিজ থেকেও সরে দাঁড়াতে পারেন তিনি। এমনটা হলে বিপাকে পড়বে বিসিবিও। কেননা এখনো বাংলাদেশ দলে মাশরাফির বিকল্প তৈরি হয়নি। তার উপর সাকিব আল হাসান নেই।

এরইমধ্যে মাশরাফিকে নিয়ে এমন ইঙ্গিত দিয়েছেন খালেদ মাহমুদ সুজনও। জানতে চাইলে সাবেক এই ক্রিকেটার বলেন, মাশরাফি অধিনায়ক। জিম্বাবুয়ে সিরিজে তার থাকাটা স্বাভাবিক। যতদিন ফিট থাকবে, মাশরাফি হয়তো খেলবে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক বলেন, অধিনায়ক মাশরাফির বিকল্প নেই। সাকিব না থাকায় টেস্ট ও টি-টোয়েন্টি দলে নতুন অধিনায়ক করা হয়েছে। এ মুহূর্তে ওয়ানডে দলে আরেকজন নতুন অধিনায়ক করতে চাই না। আমাদের বিশ্বাস মাশরাফি জিম্বাবুয়ের বিপক্ষে অবশ্যই খেলবে।

বিসিবি চাইছে মাশরাফি খেলুক। তবে এখন পর্যন্ত এই টাইগার দলনেতার কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। যতদূর জানা গেল, শিগগিরই এ নিয়ে কথা বলতে মাশরাফির সঙ্গে বসবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তারপরই মিলবে আসল খবর।

ad

পাঠকের মতামত