310936

মেয়রপ্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবার প্রথমবারের মতো ইভিএমে হচ্ছে ঢাকার দুই সিটির নির্বাচন।

আগামীকাল মেয়রপ্রার্থীরা সকাল সকাল তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দুই সিটিতে মেয়র পদে প্রধান চার প্রার্থী রাজধানীর ধানমন্ডি, গোপীবাগ, উত্তরা ও বনানীতে ভোট দেবেন।

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস ধানমন্ডি ৭/এ’তে অবস্থিত ডক্টর মালেকা বিশ্ববিদ্যালয় কলেজে ভোট দেবেন। আগামীকাল তিনি সকাল ৯টার দিকে ভোট দেবেন বলে জানা গেছে।

একই সিটিতে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন গোপীবাগের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন। তিনিও আগামীকাল সকাল ৯টার দিকে ভোট দেবেন।

অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরা মডেল টাউনের ৭ নম্বর সেক্টরে অবস্থিত নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন। তিনি আগামীকাল সকাল ৮টার পরপরই ভোট দেবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল গুলশান ২ নম্বরে অবস্থিত মানারাত ইন্টারন্যশনাল স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন। তিনি সকাল ৮টায় ভোট দেবেন বলে জানা গেছে।

ad

পাঠকের মতামত