310423

এগুলো কি ভালো সম্পর্ক নাকি সর্বনাশা সম্পর্কের নমুনা?: ভিপি নুর

দিনের পর দিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশিদের নিহত হওয়ার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড নিয়ে শুক্রবার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ সমালোচনা করেন।

ভিপি নুর লেখেন, ‘পূর্বের যে কোনো সময়ের চেয়ে ভারতের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক এক অন্যন্য উচ্চমাত্রায় বলে দাবি করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অথচ চলতি মাসের ২৩ দিনেই বিএসএফের হাতে সীমান্তে ১৫ জন বাংলাদেশি খুন হয়েছেন।’

ডাসকু ভিপি আরও বলেন, ‘ভারতের জাতীয় নাগরিকপঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমে ১ কোটি ভারতীয় মুসলিমকে বাংলাদেশে পাঠাবে বলে বিজেপি সরকার তো প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে।’

‘এগুলো কি ভালো সম্পর্ক নাকি সর্বনাশা সম্পর্কের নমুনা?’ প্রশ্ন করেন নুর।

ad

পাঠকের মতামত