310047

আখেরি মোনাজাতে অংশ নিলেন সাকিব-নাফীসরা

টঙ্গীর তুরাগ তীরে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন সাকিব আল হাসান। এ সময় তার সঙ্গে আরও অংশ নেন বাঁহাতি ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস, বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভ, জুনায়েদ সিদ্দিকী ও রাকিবুল হাসান।

আজ রোববার দুপুর ১২টার দিকে শেষ হওয়া আখেরি মোনাজাতে স্বশরীরে উপস্থিত থেকে দোয়া করেছেন সাকিব-নাফীসরা। এই পর্বের মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা জমশেদ।

এর আগে গতকাল শনিবার রাতেই আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানে যোগ দেন জাতীয় ক্রিকেটাররা। তাদেরও আগে ইজতেমায় যোগ দিয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। তবে জরুরি কাজ পড়ে যাওয়ায় তিনি ফিরে গেছেন আখেরি মোনাজাতের আগেই।

শনিবার রাতে ইজতেমা ময়দানে পৌঁছে বিদেশি তাবুতে অবস্থান করেছেন সাকিব আল হাসানসহ অন্যান্য ক্রিকেটাররা। বিশ্ব ইজতেমার নিজামউদ্দিন মারকাজের সূরা সদস্য গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেন।

নিজামউদ্দিন মারকাজের সা’দ অনুসারীদের আয়োজনে গত ১৭ জানুয়ারি (শুক্রবার) থেকে তিনদিনের বিশ্ব ইজতেমা শুরু হয়েছিল। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমেই শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা।

ad

পাঠকের মতামত