308762

গ্রেডিং পদ্ধতি থাকছে না সমাপনী পরীক্ষায়: শিক্ষামন্ত্রী

প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিশুদের সমাপনী পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি বাতিল করে বিকল্প পদ্ধতি ভাবা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার সকালে গণভবনে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশের সময় তিনি একথা বলেন।

জানা গেছে, প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিশুদের সমাপনী পরীক্ষার নতুন পদ্ধতির খোঁজে শিগগির কাজ শুরু করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ স্তরের পরীক্ষা বাতিল না করে শিক্ষার্থীদের চাপমুক্ত রেখে কার্যকর শিখন পদ্ধতিতে পরীক্ষা রাখার চিন্তা প্রাথমিক শিক্ষা প্রশাসনের।

সম্প্রতি শিক্ষার্থীদের পরীক্ষার চাপ থেকে মুক্ত রেখে আনন্দের সঙ্গে লেখাপড়ার বিষয়ে অভিমত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর এ বিষয়ে কাজ শুরুর পরিকল্পনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

ad

পাঠকের মতামত