308019

সোমবার থেকে ৩৫ টাকা কেজি পেঁয়াজ

সোমবার থেকে ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।বাজারে পেঁয়াজের দাম কমে আসায় ১০ টাকা কমানোর এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তাই সোমবার থেকে ৪৫ টাকার পরিবর্তে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হবে ৩৫ টাকায়।রোববার (২২ ডিসেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

দেশের বাজারে গত চার মাস ধরে পেঁয়াজের বাজার অস্থির। ৩৫ টাকার পেঁয়াজ এলাকাভেদে ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এ পরিস্থিতিতে সরকারি উদ্যোগে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হয় রাজধানীসহ সারা দেশে।

চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকায় শুরুতে ২ কেজি করে পেঁয়াজ বিক্রি করলেও পরে ১ কেজি করে পেঁয়াজ দেয়া হয় গ্রাহকদের।তবে দেশি পেঁয়াজের বদলে চিন ও মিশরের বড় পেঁয়াজ বিক্রি করায় অনেকেই আগ্রহ হারিয়েছেন টিসিবির পেঁয়াজে।

ad

পাঠকের মতামত