306809

এক ব্যাগ রক্ত দিলে মিলবে ১ কেজি পেঁয়াজ!

বাজারে পেঁয়াজের দাম ডাবল সেঞ্চুরিতে পৌঁছেছে। এতে দামের ঝাঁজে অতিষ্ঠ জনগণ। কোথাও ১৫০ টাকা কোথাও আবার ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। এমন অবস্থায় রক্তদানের জন্য পুরস্কার হিসেবে ১ কেজি পেঁয়াজ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

গতকাল রোববারে কলকাতায় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর প্রচারে নেমে পুরস্কার হিসেবে দেওয়া হয় ১ কেজি পেঁয়াজ।

ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার সুরাটের ওম সাই জলারাম নগরে প্রতিবছরের মতো এ বছরেও আয়োজন করা হয়েছিল রক্তদান কর্মসূচি। আর এতে প্রধান আকর্ষণ ছিল ‘রক্ত দাও পেঁয়াজ নাও’। এই খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ভরে যায় রক্তদান শিবির।

সকাল ১১টা থেকে শুরু হওয়া এই শিবিরে মোট ১২৬ ইউনিক রক্ত সংগ্রহ করা হয়েছে। অবশ্য কয়েকজন এতে আপত্তি তোলায় শেষের দিকে বন্ধ করে দেওয়া হয় রক্তদান কর্মসূচির এই আয়োজন।

তবে রক্তদানের উপহার হিসেবে পেঁয়াজ দেওয়ায় মোটেই অপরাধবোধে ভুগছেন না এই রক্তদান কর্মসূচির অন্যতম উদ্যোক্তা। তিনি জানিয়েছেন, রক্তের মতোই দামি হয়ে উঠেছে পেঁয়াজ। পেঁয়াজের দাম এখন মধ্যবিত্তের চোখে জল এনে দিয়েছে। সুতরাং রক্তদান সচেতনতার পাশাপাশি এটি এক রকমের প্রতিবাদও। পরে কয়েকজন এসে এই ঘটনার প্রতিবাদ করায় বন্ধ করে দেওয়া হয়।

ad

পাঠকের মতামত