305282

গুজবে বস্তায় বস্তায় পাইকারি লবণ বিক্রি হচ্ছে ভৈরব-কুলিয়ারচরে

দেশের বিভিন্ন জায়গার মতো মঙ্গলবার সকাল থেকে ভৈরব-কুলিয়ারচরেও লবণের কেজি প্রতি মূল্য বৃদ্ধি পেয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। গুজবের কারণে বৃদ্ধি পেয়েছে ভৈরব-কুলিয়ারচরে পাইকারি লবণ বিক্রি।

মঙ্গলবার দুপুর ২টার দিকে কুলিয়ারচরের বিভিন্ন পাইকারি লবণের দোকানে গিয়ে দেখা যায় কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরের পাইকারি লবণের দোকানগুলো থেকে বস্তায় বস্তায় লবণ কিনে নিচ্ছে বিভিন্ন গ্রামের খুচরা দোকানীরা। অন্যদিকে ভৈরবেও লবণের বিক্রি পাইকারি দোকান গুলোতে বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়।

কয়েকজন খুচরা দোকানীর সাথে কথা বললে তারা বলেন, গুজবে আসক্ত হয়ে বিভিন্ন গ্রামের দোকানীরা কুলিয়ারচর পাইকারি বাজার থেকে বস্তায় বস্তায় লবণ কিনে নিয়ে যাচ্ছে। আমরা লবণ আগে যে দামে বিক্রি করতাম এখনো সে দামেই বিক্রি করছি। লবণের দাম বাড়েনি।

এদিকে দাম নিয়ন্ত্রণে রাখার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ে কাজ করতে বলে জানা গেছে।

ad

পাঠকের মতামত