305173

বিশ্বকাপ বাছাইয়ে ওমানের কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ ২০২২ বিশ্বকাপ ও এফসি এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী ওমানের মুখোমুখি হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচের প্রথমার্ধে দুই দলই কোন গোলের দেখা পায়নি। তবে ম্যাচ শেষে ৪-১ গোল ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে শুরুতে ৪৮ মিনিটে মহসিন আল খালিদীর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তার ঠিক বিশ মিনিট পর ব্যবধান দ্বিগুন করে ওমান। এবার গোলদাতা রাবিয়া সাইদ। দলের হয়ে ৭৮ মিনিটে তৃতীয় গোল ওমানের আর্শাদ অল আলাওয়ির। ৮৯ মিনিটে ওমানের পক্ষে শেষ গোল করেন ইয়াসীন আল-শেয়াদি।

প্রথমার্ধে বাংলাদেশ ভালো খেললেও দ্বিতীয়ার্ধে ছন্দপতন ঘটে। যদিও বাংলাদেশের পক্ষে ৮১ মিনিটে একটি গোল পরিশোধ করেন বিপুল আহমেদ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় ঠিক রাত ৯টায় ওমানের রাজধানী মাসকটের সুলতান কাবুজ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করছে বাংলা টিভি। আগের তিন ম্যাচের মতো আজও বাংলাদেশের প্রথম একাদশে কোনো পরিবর্তন নেই।

ফিফার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০০ ধাপ এগিয়ে ওমান। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৪, ওমান আছে ৮৪তে। ওমানের বিপক্ষে এর আগে কেবল একবারই খেলেছে বাংলাদেশ। ১৯৮২ সালে পাকিস্তানের করাচিতে সেই ম্যাচটিতে ৩-১ গোলে হেরেছিল লাল-সবুজের জার্সিধারীরা। তবে আগের চেয়ে ওমান যে শক্তিশালী, তা বলার অপেক্ষা রাখে না। ‘ই’ গ্রুপে কাতারের পরই তাদের অবস্থান।

ad

পাঠকের মতামত