304503

বিসিবি-ক্রিকেটারদের দ্বন্দ্ব নিয়ে যা বললেন সাবেকরা

ক্রিকেটারদের ১১ দফা দাবির আন্দোলন চলছে। এমন আন্দোলনের মুখে অচলাবস্থা চলছে দেশের ক্রিকেটাঙ্গনে। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের শক্ত অবস্থানে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন, ‘ক্রিকেটারদের দাবি যৌক্তিক, তবে যেভাবে তারা সব বন্ধ করে আন্দোলন করছে এই পথটা ভুল। এটা এক প্রকার জিম্মি করে রাখার মতো। বিসিবির হার্ডলাইনে যাওয়া নিয়ে মন্তব্য করা এই মুহূর্তে আমার জন্য বিব্রতকর। আমি আশা করি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে।

সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘তারা আমাদের কোনো ফোন ধরছে না, কেউ আমাদের ফোন ব্যাকও করছে না। অনেকেই তাদের ফোন বন্ধ করে রেখেছেন। কোয়াবের প্রেসিডেন্ট, বিসিবি পরিচালক হিসেবে আমি বলতে চাই, আমরা কোনো ঝগড়া চাই না। আমরা সবাই ভাই-ভাই।’

সাবেক বিসিবি প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বলেন, ‘এটা ইগো সমস্যা। এটা হচ্ছে আমি রাজা, আমার কাছে সবাই আসতে হবে সমস্যা সমাধানের জন্য। আমি মনে করি এটা হচ্ছে অপরিপক্ক নিয়ম। এমন হচ্ছে বোর্ডে একজন না আসলে পুরো ক্রিকেটটাই বন্ধ হয়ে যাবে মনে হয়। আমি মনে করি না এটা বিশ্বাসযোগ্য।’

বিসিবি পরিচালক খালেদ মাহমুদ বলেন, ‘আমরা তাদেরকে গত তিন বছর ধরেই আসতে বলেছি, কিন্তু তারা আসেনি। তারা তখনই আসে যখন তাদের প্রয়োজন পড়ে। কেউই দায়িত্ব নিতে চায় না। আমি আর দুর্জয় এখন পরিচালক, আমরা ক্রিকেটারদের সবার্থ নিয়ে কথা বলতে পারি।’

বাংলাদেশ দলের সাবেক আরেক অধিকায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘খেলোয়াড়দের দাবি সম্পূর্ণ যৌক্তিক। এটা তাদের ন্যায্য পাওনা দাবি। কিন্তু বিসিবির উচিত হয়নি এমন কঠোর হওয়া। বিসিবির এটা ভুল হইসে। সবাই তো আর সাকিব-তামিম হতে পারবে না, তাই ঘরোয়া ক্রিকেটে টাকাটা বাড়িয়ে দেওয়া উচিত। খেলোয়াড়দের রুটি-রুজি এটাই। আমি মনে করি বিসিবি সঠিক সিদ্ধান্ত নিবে। পাপন ভাই ভালো মানুষ, তাকে কিছু ভুল মানুষ বোঝাচ্ছে যে ক্রিকেটারদের দেখে নেন।’

সূত্রঃ দৈনিক আমাদের সময়

ad

পাঠকের মতামত