303377

বুয়েটে ভর্তি পরীক্ষা আজ

সোমবার (১৪ই অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সব অনুষদ ও বিভাগের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার হত্যার ঘটনায় কয়েক দিন ধরে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু রোববার ও সোমবারের জন্য আন্দোলন স্থগিত করায় সেই সংশয় কেটে গেছে। ।

গতকাল রবিবার ভর্তি পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। ভর্তি পরীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে জানতে চাইলে ভিসি বলেন, আমাদের অন্যান্যবারের মতোই কিন্তু প্রস্তুতি।

আমাদের আজকে যে ভর্তি পরীক্ষার আয়োজন, এ আয়োজন করার পেছনে যে অসুবিধাগুলা ছিল। সে অসুবিধা দূর করার ব্যাপারে আমাদের শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রীর অবদান অনেক। তবে প্রধানমন্ত্রী সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন আমাদের এসব কিছু উত্তরণ করার জন্যে।

যোগ্যতা অনুযায়ী ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন জমা পড়েছিল ১৬ হাজার ২৬৮। এর মধ্যে ১২ হাজার ১৬১ জনকে বাছাই করা হয়েছে বলেও জানান তিনি।

ad

পাঠকের মতামত