303298

স্কুলছাত্রীকে নিয়ে সীমান্তে আটক হলেন শিক্ষক, অতঃপর…

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে স্কুলছাত্রী, গৃহশিক্ষকসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় তাদের আটক করে পুলিশ। জানা গেছে, ওই তিনজন হিলি ডাক বাংলো এলাকায় ভারতে পালানোর জন্য দালালের সঙ্গে দর কষাকষি করছিলেন। এই ঘটনায় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়।

এ সময় হিলি ইমিগ্রেশন পুলিশ তাদের হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে ভারতে পালানোর কথা তারা স্বীকার করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ইছামতি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে (১৪) প্রাইভেট পড়াতেন উজ্জ্বল কুমার। এরই মধ্যে ছাত্রীর সঙ্গে প্রেমের সখ্যতা গড়ে তোলেন। গত বৃহস্পতিবার সকালে ছাত্রীকে ভারতে মামার বাসায় বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে আনে।

আটক উজ্জ্বল কুমার বুড়ইল ইউনিয়নের দাসগ্রামের আশুতোষ চন্দ্র সরকারের ছেলে। মেয়েটি নিখোঁজের পরেই নন্দীগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবার। এ ঘটনায় হিলি ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান জানান, উদ্ধার ছাত্রী ও আটক দুজনকে নন্দীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ad

পাঠকের মতামত