303256

সীমান্তে নিহতদের অধিকাংশই চোরাকারবারি, দোষ আমাদের: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তে এখন যারা মারা যাচ্ছে, তারা অধিকাংশই চোরাকারবারি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আগের তুলনায় সীমান্ত হত্যা অনেক কমেছে। তবে, এটি একেবারে কমিয়ে আনতে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেছেন, সীমান্তে গত বছর মারা গেছে মাত্র ৩/৪ জন। কিন্তু আপনি দেখবেন ২০০৩ সালে ১৬৬ জন মানুষ সীমান্তে মারা গেছে। অবৈধভাবে প্রবেশ করা বন্ধ হলে সীমান্তে হত্যাও বন্ধ হবে।

তিনি বলেন, যারা মারা গেছে, খোজ নিয়ে দেখবেন! হয়তো তারা চুরি করতে গেছে অথবা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেছে। দোষ তো আমাদের! আজ শনিবার (১২ অক্টোবর) দুপুরে সিলেট ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের অবৈধভাবে ভারতে সীমান্তে অনুপ্রবেশের তথ্য রয়েছে জানিয়ে মোমেন বলেন, অনেক বাংলাদেশি চোরাচালান করতে ভারতে চলে যান, তখন সেখানে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। চোরাচালান ও অনুপ্রবেশ বন্ধ করা গেলে সীমান্ত হত্যা বন্ধ হয়ে যাবে।

ad

পাঠকের মতামত